সঞ্চয়ন মিত্র, কলকাতা: জগদ্ধাত্রী পুজোয় (Jagaddhatri Puja 2023) বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পরিষ্কার আকাশ। সকাল সন্ধেয় শীতের (Winter Update) আমেজেই কাটবে পুজোর মরশুম। তবে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মঙ্গলবার তাপমাত্রা আরও একটু নামতে পারে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: উৎসবের মরশুমে দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশই থাকবে। মেঘ কেটে গিয়েছে। ফলে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল এবং সন্ধেয় শীতের আমেজ কিছুটা ফিরবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা। হাওয়া অফিসের খবর অনুযায়ী, তাপমাত্রা মোটামুটি থাকবে কুড়ি ডিগ্রির নিচে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে। বাড়বে শীতের আমেজ। আগামী তিন দিন রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি কমতে পারে। 

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পং- এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে। 

কোথায় কেমন আবহাওয়া? 


সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
19-Nov 22.0 29.0
Mainly Clear sky
20-Nov 23.0 29.0
Partly cloudy sky
21-Nov 21.0 28.0
Partly cloudy sky
22-Nov 21.0 29.0
Partly cloudy sky
23-Nov 20.0 29.0
Mainly Clear sky

কলকাতায় কেমন আবহাওয়া? 

 মহানগরের আকাশ দেখলে একঝলকে সেই ভ্রান্তি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই ছিল মুখভার কলকাতার আকাশের। শুক্রবারও মোটের উপর তেমনই কেটেছিল। বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। এবার কেমন থাকবে কলকাতার হাওয়া বাতাস? কলকাতায় আজ পরিস্কার আকাশ। কমছে রাতের তাপমাত্রা। সকালের দিকে এবং সন্ধেয় হালকা শীতের আমেজ থাকবে। তবে সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে পারদ আরও নামবে। শহরের তাপমাত্রা  কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: DYFI Insaf Yatra: পরনে ভারতীয় ক্রিকেট দলের জার্সি, DYFI-এর ইনসাফ যাত্রায় বিশ্বকাপের আঁচ