মুম্বই: আগামীকাল অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পাবে আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha)। প্রত্যেক ছবির মতো এই ছবিকে ঘিরেও স্নায়ুচাপে ভুগছেন অভিনেতা। তিনি ঘুমোতে পারছেন না। ঘণ্টার পর ঘণ্টা জেগে রয়েছেন। এই পরিস্থিতিতে বই পড়ে আর অনলাইনে গেম খেলে সময় কাটাচ্ছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানালেন তিনি।
'লাল সিং চাড্ডা' মুক্তির আগে স্নায়ুচাপে ভূগছেন আমির খান-
অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর সঙ্গে একইদিনে মুক্তি পাবে আমির খানের 'লাল সিং চাড্ডা'। দুই সুপারস্টারের ছবি একইদিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে যে প্রভাব পড়বে, তা খুবই স্বাভাবিক। গোটা দেশজুড়ে ছবির প্রচার করছেন আমির খান। সম্প্রতি তিনি নয়াদিল্লিতে গিয়েছেন 'লাল সিং চাড্ডা'র প্রচারে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে নাগা চৈতন্য এবং মোনা সিংহকেও। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে দেশের জন্য শহিদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অভিনেতা। নীল জিনস ও সাদা রঙের কুর্তায় সেজেছিলেন আমির। 'লাল সিং চাড্ডা' ছবিতে আমির খান এবং নাগা চৈতন্য দুজনকেই সেনার ভূমিকায় দেখা যাবে। তাঁদের দুজনকেই দেখা যাবে কার্গিল যুদ্ধে লড়াই করতে। ছবিতে করিনা কপূর খান রয়েছেন আমির খানের বিপরীতে। এছাড়াও মোনা সিংহকে দেখা যাবে তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করতে। মোনা সিংহ, আমির খান এবং করিনা কপূর খান, তিনজনই রাজকুমার হিরানির 'থ্রি ইডিয়টস' ছবিতে অভিনয় করেন। ফের তাঁদের একসঙ্গে দেখা যেতে চলেছে।
আরও পড়ুন - Raju Srivastava Hospitalized: গুরুতর অসুস্থ রাজু শ্রীবাস্তব, ভর্তি হাসপাতালে
ঘুমোতে পারছেন না আমির খান-
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, 'এই মুহূর্তে আমি মারাত্মক রকমের স্নায়ুচাপে ভুগছি। ৪৮ ঘণ্টা হয়ে গিয়েছে, আমি ঘুমোতে পারিনি। আমি একেবারেই মজা করছি না। এটাই বাস্তবে হয়েছে। আমি ঘুমোতে পারছি না। আমার মস্তিষ্ক জেগে রয়েছে। এই অবস্থায় আমি বই পড়ছি আর অনলাইনে দাবা খেলছি। ১১ অগাস্টের পরই আমি ঘুমোতে পারব। 'লাল সিং চাড্ডা' যতক্ষণ না মুক্তি পাচ্ছে, আমি ঘুমোতে পারব না। আমার মনে হয় অদ্ভেত (পরিচালক অদ্ভেত চন্দন) আর আমি ১১ অগাস্টের পরই শান্তি ঘুমোতে পারব। আর যখন ঘুম ভাঙবে তখন দর্শকদের থেকে জানতে পারব, ছবিটা তাঁদের কেমন লেগেছে। দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি। তাঁদের ভালো লাগল নাকি লাগল না, ঘুম থেকে উঠে তা আবিষ্কার করব।'
আমির খান আরও বলেন, 'আমি আলাদা আলাদা অনেকগুলো সিনেমা হলে গিয়েছি। সেখানে গিয়ে দর্শকদের থেকে প্রতিক্রিয়া নিয়েছি। দর্শকেরা জানতেন না যে, আমি প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছি। হতে পারে, দর্শকেরা যদি জানতে পারতেন যে, আমি উপস্থিত আছি, তাহলে হয়তো প্রতিক্রিয়া আলাদা হত। কিন্তু আমি শুধুমাত্র তাঁদের আসল প্রতিক্রিয়াটা জানতে চেয়েছিলাম।'