নয়াদিল্লি: জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) অসুস্থ। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। জানা গিয়েছে, হার্ট অ্যাটাক (Heart Attack) হয়েছে তাঁর। জিম করার সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় (Raju Srivastava Hospitalized)। সূত্রের খবর, বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।


হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি রাজু শ্রীবাস্তব-


বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির জিমে ট্রেডমিলে ওয়ার্কআউট করছিলেন রাজু শ্রীবাস্তব। জিম করাকালীনই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভবের পরই তিনি অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতিও হয়েছে। আর এক কমেডিয়ান সুনীল পাল জানিয়েছেন যে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু শ্রীবাস্তব। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলেও বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু শ্রীবাস্তব। আশা করা যাচ্ছে, তিনি দ্রুত বাড়ি ফিরবেন। রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন সুনীল।


আরও পড়ুন - Rashmika Mandanna: বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কী সম্পর্ক? অবশেষে জানালেন রশ্মিকা মন্দান্না


জানা গিয়েছে, জিম করাকালীন রাজু শ্রীবাস্তব অসুস্থ হয়ে পড়ায় তাঁর ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে সিপিআরও দেওয়া হয় দ্রুত।


হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণ আগেই সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করেন রাজু শ্রীবাস্তব। তাঁকে তাঁর চিরাচরিত কায়দায় বলিউডের একাধিক তারকাকে মিমিক্রি করতে দেখা যায়। বিনোদ খন্না থেকে শশী কপূর এবং আরও অনেক তারকাকে মিমিক্রি করে ভিডিও পোস্ট করেন। তারপরই আচমকা জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাঁরা।


একাধিক জনপ্রিয় লাফটার শো জিতেছেন রাজু শ্রীবাস্তব। তাঁর জনপ্রিয়তাও নজরকাড়া। তবে, শুধু স্ট্যান্ডআপ কমেডিই নয়, রাজু শ্রীবাস্তব অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। 'জার্নি বম্বে টু গোয়া', 'আমদানি আঠান্না খরচা রুপাইয়া' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। 'বিগ বস'-এও প্রতিযোগী হিসেবে আসেন তিনি। কিছুদিন আগেই এক লাফটার শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও সারাক্ষণ সক্রিয় থাকেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা সময়ে ভিডিও পোস্ট করেন। তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। পর-পর তারকাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে প্রশ্ন উঠছে তাঁদের শরীরচর্চার নিয়মে।