মুম্বই: ভারতে এলে বলিউড তারকা সলমন খানের বাড়িতে যান প্রাক্তন পাস পেসার শোয়েব আখতার। শোয়েব নিজেই এ কথা জানিয়েছেন। বর্তমানে কমেডি শো মজাক মজাক মে-র জাজের ভূমিকা পালন করছেন শোয়েব। তিনি বলেছেন, যখনই ভারতে আসি তখন প্রায়ই সলমনের বাড়িতে যাই। আসলে সলমন নয়, ওর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাই আমি। তাঁরা দারুন মানুষ। আর সলমন ও তাঁর ভাইকে আমার খুব ভালো লাগে। কেননা, ওরা বাবা-মাকে দারুন সম্মান করে।

শোয়েব সলমনের বাবা তথা চিত্রনাট্যকার সেলিম খানের প্রশংসা করে বলেছেন, যখনই বাড়িতে কেউ যায়, তিনি খুশি মনে স্বাগত জানান। তিনি খুবই উপকারী ও মহান ব্যক্তি।