কলকাতা: তাঁদের দীর্ঘ দাম্পত্য শুধু বলিউডের ইতিহাসে উজ্জ্বল নয়, দৃষ্টান্তও বটে। ১৯৮২ সালের ২ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের দুই অন্যতম প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) ও রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)। সাত বছর প্রেম করার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। দুই সন্তানও রয়েছে তাঁদের, ইমাদ ও ভিভান (Imaad and Vivaan)। এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের, নাম হিবা (Heeba)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজেদের বিয়ে নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান অভিনেতা।
রত্না পাঠককে প্রথমবার দেখেই ভাল লেগে গিয়েছিল নাসিরুদ্দিনের। সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'সেই মুহূর্তটা আমার এখনও মনে রয়েছে যখন রত্নাকে প্রথম দেখেছিলাম। তখন আমি সবে আমার প্রথম ছবিটা করেছি। প্রথম দেখাতেই আলাপ হয়নি আমাদের। তখন ও একটা নাটকে কাজ করছে। ওকে দেখার পরেই মনে হয়েছিল, যেন ও দীর্ঘদিনের চেনা। ওরও হয়তো আমায় প্রথম দেখায় ভাল লেগেছিল। জীবনের ভাল, খারাপ সমস্ত সময়ে আমরা একে অপরের সঙ্গে থেকেছি। ওর সঙ্গটা আমার কাছে একটা আশীর্বাদের মতোই। আমরা কঠিন সময়েও একে অপরের সঙ্গে ভাল মুহূর্ত কাটিয়েছি।'
নিজেদের সম্পর্ক নিয়ে নাসিরুদ্দিনের মন্তব্য, সম্পর্কে সবার ওপরে বন্ধুত্বকে রেখেছিলেন রত্না। আর সেই কারণেই সম্ভব হয়েছে এই দীর্ঘ দাম্পত্য। নাসিরুদ্দিন আরও জানান, রত্ন পাঠকের বাড়ি থেকে তাঁর সঙ্গে বিয়ে দিতে নারাজ হয়েছিলেন। নাসিরুদ্দিন বলছেন, 'আমরা বিয়ের আগে সাত বছর প্রেম করেছি। কিন্তু লিভ ইন করিনি। আমি সেইসময় মাদক নিতাম। রত্নার আগে আরও একটি বৈবাহিক সম্পর্ক ছিল আমার। শুধু তাই নয়, আমার ব্যবহারও ভীষণ খারাপ ছিল। কিন্তু এই সবকিছুর পরেও রত্না আমার সঙ্গে থেকে গিয়েছিল এসবকিছুকে কোনোরকম পাত্তা না দিয়েই।'
প্রসঙ্গত, কয়েক বছর আগে অনোম্যাটোম্যানিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। দীর্ঘ চিকিৎসার পরে এখন সুস্থ তিনি। ফিরেছেন কাজের স্বাভাবিক জীবনে। লাইটস ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। সামনেই মুক্তি পাবে তাঁর Taj: Reign of Revenge। অন্যদিকে রত্না পাঠককে শেষবার দেখা গিয়েছিল Happy Family: Conditions Apply নামক কমেডি সিরিজে।
আরও পড়ুন: Pomegranates Benefits: হৃদযন্ত্র এবং মস্তিষ্কের পুষ্টির জন্য় জরুরি ডালিম, রয়েছে আরও উপকার
আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?