মনের মানুষকে পেতে কেরিয়ারও ছেড়ে দিতে রাজি: ক্যাটরিনা
Web Desk, ABP Ananda | 28 Aug 2016 03:55 AM (IST)
মুম্বই: যদি কখনও এমন সময় আসে যে, কেরিয়ার বা সংসার-দুটোর মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটা, কোনপথে হাঁটবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ? ক্যাটরিনা জানিয়েছেন দ্বিতীয় অপশনটাই তাঁর পছন্দ। ভালোবাসার মানুষটির জন্য কেরিয়ার ছেড়ে দিতে রাজি তিনি। বিয়ের পর তাঁর যদি ইচ্ছে হয়, সংসার, ঘরকন্নার কাজ করবেন, বাচ্চাদের বড় করে তুলবেন, তবে সেটাই মন দিয়ে করবেন তিনি। অর্থাত, মন যেটায় সায় দেবে, তিনি সেটাই করতে চান। ক্যাটরিনা আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীর উচিত, নিজের মন যা বলছে, সেটাই করা। প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেক মহিলাই আছেন, যাঁরা কেরিয়ারকেই বেশি প্রাধান্য দেন। এমনকী কেরিয়ারের দিকে ফোকাস করতে গিয়ে অনেকেই বিয়েটাকে জরুরি মনে করেন না। তবে মহিলারা এমনই প্রকৃতির হন, যে, দুটোকেই সমান তালে বজায় রাখতে পারেন। ক্যারিনার নিজেরও পছন্দ সেটাই। সংসার এবং কেরিয়ার দুটোই তাঁর পছন্দের। তবে এটাও তিনি স্পষ্ট করে বলেন, তাঁর কাছে কেরিয়ারের থেকে অবশ্যই অগ্রাধিকার পাবে বিয়ে, সংসার এবং সন্তানরা।