অজয় দেবগনের সঙ্গে সিনেমার অফার এলে ফেরাবেন না টব্বু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2017 11:12 AM (IST)
মুম্বই: অজয় দেবগনের সঙ্গে কোনও সিনেমার অফার এলে ফেরাবেন না টব্বু। কারণ, অজয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো। টব্বু অজয়ের সঙ্গে ‘তক্ষক’, ‘হকিকত’, ‘বিজয়পথ’, ‘দৃশ্যম’ और ‘গোলমাল এগেন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। টব্বু বলেছেন, অজয় আমার ছোটবেলার বন্ধু। ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করি। অজয়ের সঙ্গে কোনও সিনেমার অফার এলে না করব না। টব্বু বলেছেন, প্রযোজক বা পরিচালক হিসেবেও অজয় তাঁকে কোনও কাজ করতে বললে তা নিশ্চিতভাবে করবেন। তিনি জানিয়েছেন, লব রঞ্জন (প্রযোজক)-এর সিনেমায় ফের তাঁকে অজয়ের সঙ্গে দেখা যাবে। উল্লেখ্য, রোহিত শেঠ্ঠি পরিচালিত ‘গোলমাল এগেন’ আগামীকাল মুক্তি পাবে।