নয়াদিল্লি: অনিল কুম্বলের জন্মদিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ট্যুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বার্তায় কুম্বলেকে শুধুই 'প্রাক্তন ক্রিকেটার' বলে উল্লেখ করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে বোর্ড। এরপর তড়িঘড়ি ওই ট্যুইট ডিলিট করে নতুন একটি ট্যুইট শুভেচ্ছা জানানো হয় কুম্বলেকে। সেখানে কুম্বলেকে 'প্রাক্তন অধিনায়ক' ও 'কিংবদন্তী' বলে উল্লেখ করা হয়। শুধু বোর্ডই নয়, কুম্বলের অনুরাগীদের নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। কুম্বলের ৪৭ তম জন্মদিনে ট্যুইটারের মাধ্যমে শুভেচ্ছা না জানানোয় অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছেন কোহলি। হতেই পারে কোহলি হয়ত একান্ত ব্যক্তিগতভাবে দলের প্রাক্তন কোচ কুম্বলেকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু গত বছরও ট্যুইটার মারফত কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন কোহলি। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগীরা।
গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোচ পদে ইস্তফা দিয়েছিলেন কুম্বলে। কোহলির সঙ্গে মতপার্থক্যই এর অন্যতম কারণ ছিল।