মুম্বই: অর্জুন কপূর-পরিণীতি চোপড়ার অন-স্ক্রিন কেমিস্ট্রি যেমন হিট, তেমনই সুন্দর, উষ্ণ এবং অবশ্যই বন্ধুত্বপূর্ণ এই বলি বন্ধুর অফ-স্ক্রিন কেমিস্ট্রিও। তাই কখনও অর্জুন সম্পর্কে প্রকাশ্যে ভাল কথা না বললেও, তাঁর ভাল-খারাপ, প্রসঙ্গত জীবনের সমস্ত মুহূর্তেই পরিণীতি তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছেন। অর্জুনকে ভালবাসা এবং ভরসা দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন পরিণীতি জীবনের শেষমুহূর্ত পর্যন্ত, এবং পুরোটাই অভিনেত্রী করবেন একজন ভাল বন্ধু হিসেবে, সম্প্রতি এক সাক্ষাতকারে সেকথা জানিয়েছেন পরিণীতি।
বেশ কয়েক মাস তেমন কোনও ছবি হাতে ছিল না পরিণীতির। সম্প্রতি রোহিত শেট্টির 'গোলমাল রিটার্নে'র হাত ধরে ফের হিটে ফিরেছেন নায়িকা। যশরাজ ফিল্মসের ব্যানারে পরবর্তী ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এ অর্জুনের সঙ্গে কাজও করছেন পরিণীতি। এর আগে 'ইশাকজাদে' ছবিতে দেখা গিয়েছিল এই জুটির ম্যাজিক। যদিও এই ছবিটা পরিণীতির প্রথম ছবি নয়, তবে 'লেডিস ভার্সেস রিকি বহেল'কে নিজের প্রথম ছবি মনে করেন না অভিনেত্রী। তাঁর কাছে 'ইশাকজাদে'ও স্পেশাল, গুরুত্বপূর্ণ ছবির সহ-অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণও। তাঁর প্রথম হিরোও অর্জুন, তাই অর্জুন তাঁর কাছে এক অন্য মানুষ।
আপাতত নিজের পরবর্তী ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত পরিণীতি। সেখানে একজন কর্পোরেট মহিলার চরিত্রে রয়েছেন অভিনেত্রী, যার কাছে কেরিয়ারই সব। দিবাকর ব্যানার্জীর এই ছবি পর্দায় মুক্তি পাবে ২০১৮ সালের অগাস্টে।
আমি অর্জুন কপূরকে ভালবাসি এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ওঁর পাশে থাকব, কেন এমন বললেন পরিণীতি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2017 03:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -