মুম্বই: ‘জব হ্যারি মেট সজল’ বক্সঅফিসে তেমন সাফল্য না পাওয়ার পর নিজের নামহীন পরবর্তী ছবিকে হিট করাতে কোনও চেষ্টার ত্রুটি রাখছেন না শাহরুখ খান। আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে শাহরুখকে একজন বেঁটে বামনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বিভিন্ন সূত্রের খবর, ছবিতে বলিউডের বহু তারকা অভিনেতা-অভিনেত্রীই ক্যামিওর চরিত্রে রয়েছেন। এমনকি সলমন খানকেও দেখা যাবে ছবিতে ক্যামিওর চরিত্রে। এবার সেই তালিকায় নাম জুড়লো শাহরুখের একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী জুহি চাওলার।
ছবিতে যেধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে বোঝাই যাচ্ছে শাহরুখ ফের ‘ওম শান্তি ওম’-এর পুনরাবৃত্তি করতে চলেছেন এই ছবিতে। আসন্ন এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফও। জুহি, সলমন ছাড়াও ছবিতে ক্যামিওর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, কাজল, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভট্ট, শ্রীদেবী, করিশ্মা কপূরকে। সামান্য সময়ের জন্যে হলেও, ছবিতে বাদশার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ারের মুহূর্তটি খুবই সুন্দর, মন্তব্য জুহির। শাহরুখ বলেছিলেন, তাই বন্ধুর কথা রাখতে রাজি হয়ে যান জুহি।
প্রসঙ্গত, যে সমস্ত অভিনেত্রীরা একসময় শাহরুখের সঙ্গে কাজ করেছেন, তাঁদের সকলকেই এখানে দেখা যাবে।
শাহরুখ-ক্যাট-অনুষ্কা অভিনীত আসন্ন ছবিতে বলিউডের এই তারকাকেও দেখা যাবে ক্যামিওর চরিত্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2017 12:31 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -