মুম্বই: চেনা তারকাদের অচেনা গল্প। এবিপি নিউজের (ABP News)-এর 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' (Ideas of India)-র সাক্ষাৎকারে 'লাইফ অ্যাট দ্য মুভিজ: রিভিজিটিং দ্য ম্যাজিক'  'Life At The Movies: Revisiting The Magic' -এ এসে রূপোলি পর্দার ফেলে আসা দিনের গল্প বললেন জিনাত আমন (Zeenat Aman) ও আশা পারেখ (Asha Parekh)।


সেটে যদি আশা পারেখ উপস্থিত থাকতেন, তাহলে বাকি অভিনেতা অভিনেত্রীরা নাকি ভয় পেতেন তাঁকে? হাসতে হাসতে অভিনেত্রীর স্বীকারোক্তি, 'আমার মুখটাই এমন ছিল যে সেটে বাকি সবাই আমায় ভয় পেতেন। এমনকি কথা বলতেও আসতেন না নিজে থেকে। আমার এখনও মনে আছে, আমি জিতেন্দ্রর সঙ্গে শ্যুটিং করছিলাম। উনি কেবল দৃশ্যে অভিনয়টুকু করছিলেন আর বাইরে চলে যাচ্ছিলেন। গোটা শ্যুটিংয়ে আমরা ভীষণ কম কথা বলেছিলাম।'


সাক্ষাৎকারে দুজনেই অভিনয় নিয়ে নিজেদের পছন্দ অপছন্দের কথা জানান। যেমন, চরিত্রের প্রয়োজনে যে কোনও রকম পোশাক পরতে নারাজ ছিলেন আশা। কিন্তু বিকিনির মতো সাহসী পোশাক পরার প্রয়োজন হলে সেই ধরনের চরিত্রে অভিনয় করতেন না তিনি। অন্যদিকে জিনাত নিজেকে একেবারে পরিচালকের কথা মতো চলা অভিনেত্রী বলেই উল্লেখ করেছেন।


আরও পড়ুন: Lucky Ali Exclusive: কার্পেটের ব্যবসা করতেন, পছন্দ হয়নি এ আর রহমানের গান, অচেনা লাকি আলি


কথায় কথায় বৈবাহিক সম্পর্কের কথা ওঠে সাক্ষাৎকারে। আশা কখনও বিয়ে করেননি। এই প্রশ্ন উঠলে বর্ষীয়ান অভিনেত্রীর মন্তব্য, 'আমি বিয়ে করিনি এবং আমি আমার সিদ্ধান্তে ভীষণ সুখী।' অন্যদিকে পরিচালক মাঝার খানের সঙ্গে বিয়ে হয় জিনাতের। তিনি বলেন, 'আমার মনে হয়, শিল্পীরা তাঁদের কেরিয়ার আর বৈবাহিক ভীষণের মধ্যে ভারসাম্য রক্ষা করার অসম্ভব চেষ্টা করেন। তবে একটা খারাপ বৈবাহিক সম্পর্কের চেয়ে বিয়ে না করা অনেক ভাল।'


এদিন সাক্ষাৎকারে উঠে আসে 'পাঠান' প্রসঙ্গও। একসময় সেন্সর বোর্ডের (Censor Board Of Film Certification) সদস্য ছিলেন আশা। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত ছবি নিয়ে তাঁর মন্তব্য, ' যদি মানুষই ঠিক করে নেন কোন দৃশ্য সেন্সর করা উচিত, কোনটা নয়, তাহলে বোর্ডের কী প্রয়োজন! ইন্ডাস্ট্রি একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ছবি ব্যবসা না করতে পারছে সব ধসে পড়বে। আমার খারাপ লাগে যখন দর্শকেরা অনর্থকভাবে ছবি বয়কটের ডাক গেয়। এটা হওয়া উচিত নয়।'