মুম্বই: 'মেয়েদের অপয়া বলে অভিহিত করে দেওয়া সহজ। কোনও ছেলেকে সহজে অপয়া অভিহিত হতে হয় না। এমনকি 'অনার কিলিং' বা সম্মান রক্ষার্থে খুনের শিকারও বেশিরভাগ হয় মেয়েরা। 'অপয়া' বলা হয়েছিল আমাকেও!' এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে নিজের কেরিয়ারের শুরুর অজানা গল্প বললেন বিদ্যা বালন (Vidya Balan)
আজ নিজের বক্তব্য রাখতে গিয়ে বিদ্যা বলেন, 'বেশিরভাগ সময়েই মেয়েদের বিচার করে ছেলেরা।' 'অনার কিলিং (honour killing)' বা সম্মান রক্ষার্থে খুনের কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, 'পৃথিবীর সব খারাপের জন্য একজন মেয়েকেই দোষী সাব্যস্ত করতে চায় সমাজ। সম্মান রক্ষার্থে খুন বিষয়টা ঠিক কী? এর অর্থ আমার সম্মান তোমার ওপর নির্ভরশীল! এটা ভয়াবহ! আপনার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই তাই নিজের তথাকথিত সম্মানের বোঝা একজন মহিলার ঘাড়ে চাপাচ্ছেন! লজ্জা হওয়া উচিত।'
এরপর বিদ্যা যোগ করেন, 'পুরুষদের সাধারণত অপয়া বলা হয় না। অপয়া বলে মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ভীষণ সহজ। তবে যে সমস্ত অভিনেত্রীকে কেরিয়ারের শুরুতে 'অপয়া' বলে অভিহিত করা হয়েছিল, আজ তারাই বড় তারকা হয়েছেন।'
'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে
ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। এক মঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা।
৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হতে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনাসভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। এক মঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবীর খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের এক ঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিল দেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।