মুম্বই: 'মেয়েদের অপয়া বলে অভিহিত করে দেওয়া সহজ। কোনও ছেলেকে সহজে অপয়া অভিহিত হতে হয় না। এমনকি 'অনার কিলিং' বা সম্মান রক্ষার্থে খুনের শিকারও বেশিরভাগ হয় মেয়েরা। 'অপয়া' বলা হয়েছিল আমাকেও!' এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে নিজের কেরিয়ারের শুরুর অজানা গল্প বললেন বিদ্যা বালন (Vidya Balan)


আজ নিজের বক্তব্য রাখতে গিয়ে বিদ্যা বলেন, 'বেশিরভাগ সময়েই মেয়েদের বিচার করে ছেলেরা।' 'অনার কিলিং (honour killing)' বা সম্মান রক্ষার্থে খুনের কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, 'পৃথিবীর সব খারাপের জন্য একজন মেয়েকেই দোষী সাব্যস্ত করতে চায় সমাজ। সম্মান রক্ষার্থে খুন বিষয়টা ঠিক কী? এর অর্থ আমার সম্মান তোমার ওপর নির্ভরশীল! এটা ভয়াবহ! আপনার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই তাই নিজের তথাকথিত সম্মানের বোঝা একজন মহিলার ঘাড়ে চাপাচ্ছেন! লজ্জা হওয়া উচিত।'


এরপর বিদ্যা যোগ করেন, 'পুরুষদের সাধারণত অপয়া বলা হয় না। অপয়া বলে মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ভীষণ সহজ। তবে যে সমস্ত অভিনেত্রীকে কেরিয়ারের শুরুতে 'অপয়া' বলে অভিহিত করা হয়েছিল, আজ তারাই বড় তারকা হয়েছেন।'


আরও পড়ুন: 'অপয়া বদনামে বাদ পড়েছিলাম ১১টা ছবি থেকে' এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বললেন বিদ্যা বালন


 


'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে