দীপিকা বড় তারকা হলে ওর বেশি টাকা পাওয়া উচিত, মন্তব্য রণবীর কপূরের
Web Desk, ABP Ananda | 23 Jun 2018 11:42 PM (IST)
মুম্বই: দীপিকা পাড়ুকোন যদি বড় তারকা হন, তাহলে তাঁর বেশি টাকা পাওয়া উচিত। এমনই মন্তব্য করলেন বলিউড তারকা রণবীর কপূর। তিনি এখন ‘সঞ্জু’-র প্রচারে ব্যস্ত। তারই ফাঁকে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রণবীর। সম্প্রতি ইংরেজ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ সিদ্ধান্ত নিয়েছেন, অভিনেত্রীরা যাতে ন্যায়সঙ্গত পারিশ্রমিক পান সেটা নিশ্চিত করার জন্য তিনি সহ-অভিনেত্রী কত অর্থ পাচ্ছেন সেটা না জানা পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করবেন না। এ বিষয়ে প্রশ্নের জবাবে রণবীর মজার ছলে বলেছেন, আয়কর সংক্রান্ত কারণে কেউই উপার্জনের কথা জানাতে চান না। তাঁর আরও দাবি, দীপিকা, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়ার মতো যাঁদের সঙ্গে কাজ করেছেন তাঁরা কেউই কম পারিশ্রমিক পান না। রণবীর আরও বলেছেন, এখন সবাই অভিনেতা-অভিনেত্রীদের বাজারমূল্যের বিষয়ে সচেতন। যাঁর ছবি ভাল চলবে, তিনি বেশি অর্থ পাবেন। আর যাঁর ছবি চলবে না, তিনি কম অর্থ পাবেন।