মুম্বই: হলিউড থেকে বলিউজ- সর্বত্র ছড়িয়ে পড়েছে মি টু। প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে একাধিক হলিউড অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগের পর বলিউডেও উঠেছে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন। অভিযোগ উঠেছে, এখানেও কাজ দেওয়ার বিনিময়ে অনেক সময় প্রযোজক-পরিচালক বা নায়ক অন্যায় সুবিধে চান।


এবার এ নিয়ে মুখ খুললেন ইলিয়ানা ডিক্রুজ। রেড ছবির প্রমোশনে এসে ইলিয়ানা বলেন, আপনাদের মনে হতে পারে আমি ভয় পেয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি, কাস্টিং কাউচ নিয়ে খোলাখুলি কথা বললে কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।

ইলিয়ানা আরও বলেন, সত্যি এটাই, যদি কোনও প্রথম সারির অভিনেতা এ ধরনের ঘটনায় ফাঁসেন, তবে মুখ খুলতে গেলে আপনার প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদেরই সাহায্য লাগবে। তাঁর কথায়, নামি তারকাদের এই কালো দিক তুলে ধরতে গেলে আপনার অনেকের সাহায্য চাই।

বলিউডের বিরুদ্ধে অবশ্য এমন অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও শোনা গিয়েছে, নামি দামি তারকাদের দাবি মেনে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা না বাড়ালে এখানে কাজ মেলে না।