সে কী আমিরের হাত-পা বেঁধে রাখবেন বললেন কেন সলমন ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2017 01:36 PM (IST)
মুম্বই: বলিউডে তিন খানের দাপট বহুদিন ধরেই চলছে। তবে মাঝে হঠাতই ঢুকে গেছে অন্য এক হাওয়া। তার নাম ‘বাহুবলী’। চারিদিকে শুধু একটাই কথা ‘কাটাপ্পা নে বাহুবলীকো কিঁউ মারা?’ তবে এই প্রশ্নের ভিড়ে আরেকটি কথা কিন্তু দর্শক মনে এখনও মাঝেমধ্যে উঁকি দেয়। সেটা হল কবে বিয়ে করছেন সলমন খান? ৫১ বছর বয়সেও সলমন কবে বিয়ে করবেন সেটা জানতে ভক্তদের মধ্যে আগ্রহ এতটুকুও কমেনি। তবে এখন সলমন বলেন, তিনি বিয়ের চেয়ে বেশি সন্তান পালনে আগ্রহী। এদিকে সলমন বিয়ে নিয়ে গড়িমসি করলেও, তাঁর সহ অভিনেতা আমির খান সলমনের বিয়ে দিতে কার্যত উঠে পড়ে লেগেছেন। সম্প্রতি কোনও এক সাক্ষাত্কারে আমির বলেন, তিনি অভিনেতা বন্ধুকে বিয়ে করানোর ব্যাপারে যেভাবেই হোক রাজি করাবেন। তবে সলমন যদি একান্তই বিয়ে না করেন, তাহলে তিনি তাঁর হাত-পা বেঁধে রেখে বিয়ে দেবেন। এর জবাবে পাল্টা সলমন কী বলেছেন জানেন? সলমন বলেছেন, তিনি যদি দেখেন আমির তৃতীয়বার বিয়ে করছেন, তাহলে তিনি তাঁর হাত-পা বেঁধে রেখে দেবেন। প্রসঙ্গত, আমির প্রথমে বিয়ে করেছিলেন রীনা দত্ত নামের একজনকে। তারপর ২০০৫ সালে বিয়ে করেন কিরন রাওকে। এখন দেখার অপেক্ষা এর জবাবে আমির কী বলেন?