যোধপুর:  শুক্রবার কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে আদালতে বয়ান নথিভূক্ত করতে গিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান সহ এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য অভিনেতারা। আদালতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং বিচারকের করা সমস্ত প্রশ্নের জবাবও দেন। সেখানেই তাঁর কাছে তাঁর ধর্ম জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একাধারে হিন্দু এবং মুসলিম। আসলে আমি ভারতীয়।


১৮ বছরের পুরনো এই মামলায় নিজেরেদর বিবৃতি রেকর্ড করাতে গতকাল যোধপুর আদালতে উপস্থিত ছিলেন 'হাম সাথ সাথ হ্যায়' টিমের সলমন ছাড়া ছিলেন সেফ আলি খান, নীলম কোঠারি, সোনালি বিন্দ্রে এবং তব্বু। শোনা যায় সলমন যখন দুটি কৃষ্ণসার হরিণ এবং চিঙ্কারা শিকার করছিলেন, তখন অন্যরা তাঁকে উদ্বুদ্ধ করছিলেন। দীর্ঘদিন ধরে আদালতে চলছে এই মামলা। গতকাল আদালতে উপস্থিত প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই নিজেকে নির্দোষ বলে দাবি করেছে।

আদালতে সলমনকে মোট ৬৫টি প্রশ্ন করা হয়। সমস্ত প্রশ্নের উত্তরই দেন অভিনেতা। সেখানে দাঁড়িয়ে অভিনেতা জানান, তিনি নিরাপত্তাজনিত কারণে, রাতে বাইরে যেতেন না। দিনের বেলা তাঁরা শ্যুটিংয়ে ব্যস্ত থাকতেন। রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে, নিজেকে নির্দোষ বলে দাবি করেন সলমন।
কৃষ্ণসার হরিণ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। সেদিন হয়তো সলমন পক্ষের আইনজীবী বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে হাজির করবেন আদালতে, তাঁর মক্কেলের হয়ে সওয়াল করার জন্যে। অভিনেতার আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে।

স্বাভাবিক কারণে মারা যায় কৃষ্ণসার, তিনি নির্দোষ, হরিণ শিকার মামলায় রাজস্থান আদালতে দাবি সলমনের