কলকাতা: খাবারের নাম 'প্রাক্তন' (Praktan)। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেই খাবারের সন্ধান দিচ্ছেন কে? 'তুমি যাকে ভালবাসো' খ্যাত, জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এমনই একটি ভিডিও।
ব্যাপারটা একটু খোলসা করা যাক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা ইমন চক্রবর্তী। পরিচয় করান চন্দননগরের 'ইন্টারসিটি ধাবা'-র অন্যতম আকর্ষণীয় আইটেম 'প্রাক্তন'-এর সঙ্গে। ধাবার বয়স মাত্র এক মাস।
পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ দাশগুপ্ত পরিচালিত ছবি 'প্রাক্তন'-এ অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিত আঢ্য প্রমুখ। ছবির বেশিরভাগ অংশই শ্যুট হয়েছিল একটি ট্রেনের কামরার মধ্যে। চন্দননগরের যে ধাবায় ভিডিও করেন ইমন, সেটিও ওই ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি। ধাবায় বসানো বিশাল একটা ট্রেনের আদলে তৈরি কাঠামো। এমনকী সেই কামরার ভিতরে 'প্রাক্তন' ছবির একটি সিনের পোর্ট্রেটও রয়েছে। সেটিরও ছবি শেয়ার করেন গায়িকা।
আইটেমের নাম শুনে উচ্ছ্বসিত গায়িকা ভিডিও না করে পারেননি। আমন্ত্রণ জানিয়েছেন তাঁর সকল অনুরাগীদের। এই ছবিতে তাঁর জনপ্রিয় গানের হাত ধরেই ২০১৭ সালে জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী।
আরও পড়ুন: Subhashree Ganguly: মাত্র ৩০ সেকেন্ডে কতগুলো ফুচকা খেলেন শুভশ্রী?