নয়াদিল্লি: সারা বিশ্বের সিনেপ্রেমীদের মনে রাজত্ব  করছেন যে মহাতারকা, আজ তাঁর জন্মদিন। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন শিবাজী রাও গায়েকোয়াড় ওরফে রজনীকান্ত (Rajinikanth)। আজ তাঁর ৭১তম জন্মদিন (Happy Birthday Rajinikanth)। তবে বয়স তো সাধারণ মানুষের বাড়ে, আর কথাতেই আছে রজনীকান্তের ক্ষেত্রে সময়ের বয়স বাড়ে। কর্ণাটকের এক মারাঠি পরিবারে বড় হন রজনীকান্ত। শুনতে অবাক লাগলেও রজনীকান্ত নিজের কেরিয়ার শুরু করেন একজন বাস কন্ডাক্টর হিসেবে। এরপর তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের অন্যতম হয়ে ওঠেন।


১৯৭৫ সালে পর্দায় তাঁকে প্রথম দেখা যায়। পরিচালক কে বালাচন্দরের 'অপূর্বা রাগঙ্গল' নামক ছবিতে। এই ছবির অপর দুই প্রধান চরিত্রে ছিলেন কমল হাসান ও শ্রীবিদ্যা। 


আরও পড়ুন: 'Brahmastra' Update: মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ছবির মোশন পোস্টার, বড় ইভেন্টের আয়োজন নির্মাতাদের


এক ঝলকে দেখে নেওয়া যাক রজনীকান্ত ওরফে 'থালাইভা' আজ পর্যন্ত কী কী বড় পুরস্কার পেয়েছেন (Major Awards of Rajinikanth)


বহু বছর ধরে একাধিক সম্মানীয় পুরস্কারের ভূষিত হয়েছেন রজনীকান্ত। ২০২১ সালে 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড', ২০১৬ সালে 'পদ্ম বিভূষণ', ১৯৮৫ সালে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার জন্য তামিল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড', ২০০০ সালে 'পদ্মভূষণ', ২০১১ সালে শ্রেষ্ঠ ভিলেনের জন্য 'বিজয় অ্যাওয়ার্ড', ২০০৮, ২০১১, ২০১২ সালে পছন্দের হিরো হওয়ার জন্য 'বিজয় অ্যাওয়ার্ড', ২০০৭ সালে 'রাজ কপূর অ্যাওয়ার্ড'।


রজনীকান্তের কিছু সুপারহিট ছবি (Superhit movies of Rajinikanth)


প্রায় ৪০ বছরের উপরে ফিল্ম জগতে রাজত্ব করছেন থালাইভা। এর মধ্যে তিনি প্রায় ১৭০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। বেশিরভাগই যার মধ্যে সুপার হিট। যেমন, 'মুল্লুম মালারুম', 'বাসা', 'পড়য়াপ্পা', 'আন্নামালাই', 'মুঠু', 'জনি', 'থলপথি', 'ব্লাডস্টোন' প্রভৃতি। এছাড়া একাধিক হিন্দি ছবি তো আছেই।


গোটা এশিয়ায় সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রজনীকান্ত। প্রথম স্থানে আছেন জ্যাকি চ্যান। অভিনয় ছাড়াও তিনি স্ক্রিনপ্লে লিখেছেন, প্রযোজনা করেছেন, গানও গেয়েছেন। শুধু বিনোদন জগতই নয়, দক্ষিণ ভারতের রাজনীতিতেও তাঁর বিশেষ ঝোঁক আছে। ১৯৭৮ সালে 'বৈরভী' ছবি মুক্তির পর তামিল সিনেমার সুপারস্টার ঘোষণা করা হয় তাঁকে।