কলকাতা: তিনি সঙ্গীতশিল্পী, মঞ্চ তাঁর ভালবাসা। আর সেই মঞ্চই মাঝে মাঝে ফিরিয়ে দেয় এমন সব অভিজ্ঞতা, যা সমস্ত শিল্পীকেই উজ্জীবিত করে, হয়তো অনুপ্রেরণা দেয় আরও আগে এগিয়ে যাওয়ার। ঠিক এমনই এক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ইমন। সেই ভিডিও তাঁর একটি মঞ্চের অনুষ্ঠানের। অন্ধকারে গান গাইছেন ইমন, আর দর্শকেরা তাঁদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে আলোকিত করে তুলেছে দর্শকাসন। কমেন্টে চোখ রাখতেই স্পষ্ট হয়ে যায় পুরো কারণটা। হলদিয়া কলেজে অনুষ্ঠানের একটি ঘটনা শেয়ার নিয়েছেন শিল্পী ইমন। 


আমন্ত্রণ পেয়ে হলদিয়া কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিলেন ইমন। হঠাৎ বাইরে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে হঠাৎ লোডশেডিং। অন্ধকারে ডুবে যায় গোটা অডিটোরিয়াম। ইমনের গলায় তখন 'পাখিদের স্মৃতি' সুর, মূর্ছনায় ভাসছিলেন শ্রোতারা। কিন্তু লোডশেডিংর অন্ধকার হঠাৎ। শ্রোতারা চাননি, ইমনের সুর থামুক। সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে উঁচু করে ধরেন। আলোকিত হয়ে ওঠে মঞ্চ। গান থামাননি ইমন। অন্ধকারে ফ্ল্যাশের আলো, সুর সব মিলিয়ে যেন আরও এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। ইমনের কথায়, 'দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তাঁদের শিল্পীকে আলো দেয়, এর চেয়ে আনন্দের মুহূর্ত একজন শিল্পীর কাছে আর কিছুই হতে পারে না। যে কোনো গানকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিতে প্রতিটি দর্শকের একটা ভূমিকা থেকে। প্রত্যেকের যে "পাখিদের স্মৃতি" গানটা ভাল লেগেছে, সেটা আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।'


শেষে ইমনের প্রার্থনা, প্রত্যেক শিল্পীই যেন তাঁর শ্রোতাদের থেকে, দর্শকদের থেকে এমনই ভালবাসা পান। ইমনের এই ভিডিওর কমেন্টবক্সে ভালবাসা উপচে দিয়েছেন সকলে। শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীকে। অনেকে আবার লিখেছেন, এই সমস্ত কারণেই সবার থেকে আলাদা হয়ে যান ইমন। 


প্রসঙ্গত, হইচই (Hoichoi)-তে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)-এ প্রথম দর্শক ইমনের গলায় শুনেছিলেন 'পাখিদের স্মৃতি'। তখন থেকেই দর্শকদের ভালবাসা পেয়েছে এই গানটি।


আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?


আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা