কলকাতা: ইতিমধ্য়েই কেটে গেছে ২০২৩-র প্রথমার্ধ। এরইমধ্য়ে বলিউডর একাধিক সিনেমা ও সিরিজ মন কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের। জনপ্রিয়তার নিরিখে কোন কোন ছবি আছে দর্শকের হিটলিস্টে? সম্প্রতি তারই তালিকা প্রকাশ করল IMDb।
বছরের শুরতেই মুক্তি পেয়েছিল 'পাঠান'। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবি বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য় লাভ করেছিল।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল মিশন 'মজনু'। এখানে একজন RAW এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ছবিতে দেখা মিলেছিল দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনারও।
এবছরের অন্য়তম চর্চিত ছবি 'সিরফ এক বান্দা কাফি হ্যায়'। এই ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ওটিটিতে মুক্তির পর বড়পর্দাতেও মুক্তি পেয়েছিল এই ছবি।
২০২৩ এর অন্য়তম জনপ্রিয় ছবি 'ওয়ারিসু'। তামিল ভাষার এই ছবিতে অভিনয় করেছেন বিজয়, রশ্মিকা মান্দান্না, আর. শরৎকুমার, শাম, শ্রীকান্ত, প্রভু, জয়সুধা, প্রকাশ রাজের মত অভিনেতারা।
আরও পড়ুন...
বাড়ছে কনঞ্জাকটিভাইটিস, এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, কী করবেন, কী করবেন না
'পনিয়িন সেলভান ২' এবছরের অন্য়তম বড় হিট। মণি রত্নমের এই ম্য়াগনাম ওপাসে অন্য়তম নাম ভূমিকার অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে এই ছবিটি অ্য়ামাজন প্রাইমে দেখা যাচ্ছে।
এবছরের অন্য়তম জনপ্রিয় ছবি শাহিদ কপূরের 'ব্লাডি ড্যাডি'। থ্রিলারধর্মী এই ছবিতে রয়েছেন অভিনেত্রী ডায়ানা পেন্টিও। দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল এই ছবি।
২০২৩ এর অন্য়তম বিতর্কিত ছবি 'দ্য় কেরালা স্টোরি'। বিশ্বব্য়াপী এই ছবির আয় ৩০৩.৯৭ কোটি। পূজা হেগড়ে, পলক তিওয়ারি, শেহনাজ গিলের মত অভিনেতাদের দেখা মিলেছে এই ছবিতে।
এই তালিকায় রয়েছেন সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। এই ছবিতে দেখতে পাওয়া গেছে পূজা হেগড়ে, পলক তিওয়ারি, শেহনাজ গিলের মত অভিনেতাদের। আপাদমস্তক বিনোদনমূলক এই ছবি মন জয় করে নিয়েছে দর্শকের।
এবছরের অন্য়তম জনপ্রিয় ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার'। এই ছবিতে নাম ভূমিকার অভিনয় করছেন শ্রদ্ধা কপূর ও রণবীর কপূর। বড়পর্দায় মুক্তি পর নেটফ্লিক্সে মুক্তি পায় এই রককমধর্মী ছবি।
IMDb-র রির্পোটে রয়েছে ইয়ামি গৌতম অভিনীত 'চোর নিকাল কে ভাগা'। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন