কলকাতা: আবার আরেকটি জমজমাট ছবি উপহার দিতে চলেছেন ‘পান সিংহ তোমর’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া। প্রাক-স্বাধীনতার গুরুত্বপূর্ণ এই গল্প আবার জলজ্যান্ত দলিল। ১৯৪৫-এ আজাদ হিন্দ ফৌজের লড়াই থমকে গিয়েছে। যুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির অনেক কর্তাব্যক্তি ধরা পড়েছেন-- গুরুবক্স সিংহ তোমর, মেজর জেনারেল শাহনাওয়াজ খান, প্রেম সেহগল। তাঁদের নিয়ে আসা হয়েছে রেড ফোর্টে। তাঁদের বিচার হবে। কোর্ট মার্শাল-- যা কুখ্যাত রেড ফোর্ট ট্রায়াল নামে। দেশের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসু এই সেনানীদের অবদান অনেকটাই অজানা। সেই প্রেক্ষাপটেই তৈরি ‘রাগদেশ’। এই প্রথম কোনও চলচ্চিত্র, যার ট্রেলার লঞ্চ হল সংসদের অন্দরে। প্রযোজনায় বিশেষ অংশীদার দেশের উচ্চকক্ষ। দেশের এই আসল হিরো বা নায়কদের কাহিনী পর্দায় ওঠার নেপথ্যে রয়েছে রাজ্যসভার অবদানও। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুণাল কপূর, অমিত সাধ, মোহিত মারওয়া প্রমুখ। ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘রাগদেশ’।