বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সিনেমা দেখলেন বরুণ ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2018 02:32 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানী
2
প্রসঙ্গত, বরুণ যখন 'জুড়ওয়া-২' ছবির শ্যুটিং করছিলেন লন্ডনে, তখন সেখানে ছিলেন নাতাশা।
3
বরুণ ও নাতাশাকে একসঙ্গে হামেশাই বিমানবন্দর, ছবি মুক্তি বা রেস্তোরাঁয় দেখা যায়।
4
সিনেমা হল থেকে বেরনোর সময় দুজনকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল।
5
নাতাশার সঙ্গে তাঁর ছবি ওঠায় মানা করনেনি বরুণও।
6
ক্যামেরার সামনে বেশ স্বচ্ছন্দ ছিলেন নাতাশা।
7
অন্যদিকে, নাতাশার পরনে ছিল ধূসর রঙের টপ ও কালো জিন্স।
8
বরুণের পরনে ছিল ধূসর রঙের জার্সি ও ডেনিম জিন্স।
9
দুজনকে অপরের হাতে হাত রেখে চলতেও দেখা যায়।
10
সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, বরুণ ও নাতাশার বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও, মঙ্গলবার তোলা এই ছবি উল্টো কথাই বলছে।
11
মঙ্গলবার সন্ধ্যায় একটু অন্য মুডে দেখা গেল অভিনেতা বরুণ ধবনকে। কাজের ফাঁকে বান্ধবী নাতাশা দালালকে নিয়ে একসঙ্গে মুভি দেখলেন।