সোনালীর জলকেলিতে ভক্ত-হৃদয়ে উঠল হিল্লোল...
অভিনেত্রী জানেন, কী করে ক্যামেরার সামনে পোজ দিতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেত্রী জানেন, কী করে ক্যামেরার সামনে পোজ দিতে হয়।
পুলে হোক বা ধারে, সোনালীর ছবি দেখে চারপাশের তাপমাত্রা বাড়তে বাধ্য।
পুলে হোক বা ধারে, সোনালীর ছবি দেখে চারপাশের তাপমাত্রা বাড়তে বাধ্য।
একটি ছবিতে সোনালী লিখেছেন, জীবন খুবই সহজ। শুধু জল যোগ করতে হবে।
গোলাকী ও কালো রঙের বিকিনিতে অভিনেত্রীকে দারুন হট দেখাচ্ছে।
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু বিকিনি-ছবি পোস্ট করেছেন সোনালী। যা তাঁর ভক্তদের হৃদয়ে আগুন লাগাতে বাধ্য।
বিগ বস-৮ শোয়ের অন্যতম প্রতিযোগী ছিলেন সোনালী। শো জেতেন টিভি হার্টথ্রব গৌতম গুলাটি।
বিগ বস-এর ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হলেন সোনালী রাউত। রিয়েলিটি শোয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের সৌন্দর্য্যের ঝলক অব্যাহত রেখেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -