বাড়ির ইন্টিরিয়র 'মেকওভার' করালেন কঙ্গনা.. দেখুন সেই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 May 2017 09:38 PM (IST)
1
সব ছবি সৌজন্য - আর্কিটেকচারাল ডাইজেস্ট
2
জানা গিয়েছে, হিমাচলের মেয়ে কঙ্গনার বাড়ির মেকওভার করার সময় ওই রাজ্যের বিষয়টি মাথায় রেখেছেন রিচা।
3
আর বেডরুমই হল তাঁর পছন্দের ঘর, অন্তত ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
4
সূত্রের খবর, প্রাথমিক ডিজাইন করেন রিচা। তার সঙ্গে নিজের ভাবনাকে যোগ করেন অভিনেত্রী।
5
সূত্রের খবর, প্রাথমিক ডিজাইন করেন রিচা। তার সঙ্গে নিজের ভাবনাকে যোগ করেন অভিনেত্রী।
6
ইন্টিরিয়র ডিজাইনার রিচা বহল বলিউড অভিনেত্রীর বাড়ির এই মেকওভারের নকশা করেন।
7
শোনা যায়, তাঁতে নিজের পছন্দ যোগ করেন কঙ্গনা।
8
বাড়ির মেকওভার' করালেন কঙ্গনা রানাউত।