নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রশংসা করলেন তৎকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির মতে, মনমোহনের নেতৃত্বাধীন সরকারই দেশে রাজনৈতিক স্থিতাবস্থা এনেছিল এবং অস্থির সময়ে আর্থিক উন্নতির ক্ষেত্রে সাফল্য পেয়েছিল। তথ্যের অধিকার ও খাদ্যসুরক্ষা আইন চালু করাও প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রণব।


রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন ১৯৯১ সালে পিভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হন। সেই সময় ভারতের অর্থনীতি সঙ্কটে ছিল। সে কথাই উল্লেখ করে প্রণব বলেছেন, ‘সবচেয়ে অনিশ্চয়তার সময়ে দেশে রাজনৈতিক স্থিতাবস্থা আনার জন্য আমরা আপনার (মনমোহন) কাছে কৃতজ্ঞ থাকব। ব্যক্তিগত সম্মান, দক্ষতা ও কৌশলের মাধ্যমে ডক্টর সাহেব যেভাবে অশান্ত সময়ে দেশের অর্থনীতি পরিচালনা করেছিলেন, সেটা বিস্ময়কর।’