অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়ে সি-প্লেনে চড়লেন পরিনীতি চোপড়া,শেয়ার করলেন সেই ছবি
এই ছবিটি ২০১৭ সালের শেষদিনের। প্রায়ই তিনি অস্ট্রেলিয়ায় যান ছুটি কাটাতে।
‘ঈশকজাদে’, ‘হাসি তো ফাসি’ ও ‘শুদ্ধ দেশী রোম্যান্স’ ছবিতে অভিনয় করেছেন পরিনীতি।
পরিনীতি চোপড়ার সব ছবি ইনস্টাগ্রাম থেকে প্রাপ্ত।
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় পরিনীতি। ইনস্টাগ্রামে তাঁর ১.৩২ কোটি ফলোয়ার রয়েছে।
ইতিমধ্যেই সিনে জগতের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গৃহীত জাতীয় পুরস্কার জিতেছেন পরিনীতি।
যশ চোপড়ার ছবি ‘লেডিজ ভার্সাস রিকি বহাল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল পরিনীতির।
বর্তমানে কোনও ছবির শ্যুটিং নেই পরিনীতির। সেই ফাঁকা সময় পুরোদমে আনন্দ উপভোগ করতে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন।
সমুদ্রপাড়ের এই ছবি পরিনীতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, রবিবার হ্যামিল্টন দ্বীপের ক্রুজ সফর এবং তার সঙ্গে সূর্যাস্তের অদ্ভুত সুন্দর দৃশ্য
‘ঈশকজাদে’ অভিনেত্রী পরিনীতি চোপড়াকে আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যে পরিনীতিকে দারুন সতেজ এবং খুশি দেখাচ্ছে।
বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এখন অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন। সেই ফাঁকেই অনুরাগীদের জন্য সময় পেলেই নতুন নতুন ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে।