মুম্বই: ৬১ বছরে পা দিলেন শ্রীদেবীর স্বামী বনি কপূর। ২০ বছরের বিবাহিত জীবনে সুখে দুঃখে পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। স্বামীর জন্মদিন উপলক্ষ্যে অনুভূতি প্রকাশ করতে 'মিস্টার ইন্ডিয়া'-র অভিনেত্রী বেছে নিলেন ইনস্টাগ্রামকে।



অন্য ছবিদুটি মনে করিয়ে দেয় তাঁদের যৌবনের কথা।





বলিউডে ভালবাসা ও প্রকৃত সম্পর্ক সহজলভ্য নয়। সেখানেই শ্রীদেবী ও বনির এই সম্পর্ক ফের বিশ্বাস জাগায় বিবাহ নামের প্রতিষ্ঠানটির ওপর।

১৯৯৬-এ অনিল কপূরের ভাই, প্রযোজক বনি কপূরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁদের দুটি মেয়ে রয়েছে-জাহ্নবী ও খুশি।