অশ্বিনের ৭০, প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট ভারত
ABP Ananda, web desk | 12 Nov 2016 12:14 PM (IST)
রাজকোট: চলতি সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাবে চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ৪৮৮ রানে অল আউট হয়ে গেল ভারত। এদিন ব্যাট হাতে উজ্জ্বল হয়ে ওঠেন অশ্বিন। ৭০ রান করেন তিনি। এছাড়াও ৩৫ রান করেন ঋদ্ধিমান সাহা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ভারত পিছিয়ে ৭৪ রানে। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ১১৪ রানে ৪ উইকেট নিয়েছেন।এছাড়া জাফর আনসারি, মঈন আলি দুটি করে এবং বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড ১ টি করে উইকেট নিয়েছেন। এদিন লাঞ্চ পর্যন্ত ভারতের রান ছিল ৬ উইকেটে ৪১১। ক্রিজে ছিলেন ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রণ অশ্বিন। দুজনেরই রান ছিল ২৯। গতকালের ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান হাতে নিয়ে খেলা শুরু করে ভারত।গতকাল অধিনায়ক বিরাট কোহলি (২৬) অপরাজিত ছিলেন। এদিন আজিঙ্কা রাহানে মাত্র ১৩ রান করে ফিরে যান। খুব বেশি এগোতে পারেননি কোহলিও। ৪০ রান করে হিট উইকেট হন কোহলি। দলের রান তখন ৩৬১।