এক মহিলাকে আগলে নিয়ে গেলেন বরুণ ধওয়ান, কে সেই রহস্যময়ী? জানেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jan 2018 02:07 PM (IST)
1
সমস্ত ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
2
সমস্ত ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
3
বলিউড অভিনেতা বরুণ ধওয়ান যে মহিলাকে আগলে নিয়ে গেলেন তিনি হলেন অক্টোবর ছবিতে অভিনয় করা নবাগতা বানিতা সান্ধু। দুজনকে একসঙ্গে একটি রেস্তোরাঁর বাইরে দেখা গিয়েছে। ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি
4
তবে এই কাজ থেকে বরুণের তাঁর সহঅভিনেত্রীর প্রতি যে দায়িত্ববোধ রয়েছে সেটাই প্রকাশ পেয়েছে
5
প্রসঙ্গত, ওভাবে ক্যামেরার ঝলকানি দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন বানিতা
6
বানিতা, যে গ্ল্যামার দুনিয়ার এই পাপরাৎজি এবং সেলিব্রিটি কালচারের মিলমিশ সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন, তাঁকে সামলাতেই বিশেষ রক্ষণশীল বরুণ