বিরাট-অনুষ্কার বিয়ের কিছু ঝলক...
২০০১ এ এই ভিলাটি কিনে নেন ইতালিতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত জন ফিলিপ। এরপরই জায়গাটিকে ওয়েডিং ডেস্টিনেশন বানান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল ‘বর্গ ফিনোচ্চিয়েতো’। সিয়েনা থেকে ৩০ মিনিটের পথ। তাসকানির চিত্রময় নিসর্গের মধ্যে বিলাস-বহুল দুর্গ। যাকে ঘিরে নীলে-সবুজে মিলে-মিশে একাকার।
আর কোনও জল্পনা নয়। ক্রিকেট-বলিউডের সবথেকে হাই প্রোফাইল বিয়েটা অবশেষে হয়ে গেল ইতালিতে।
অনুষ্কা শর্মাও দক্ষিণ আফ্রিকায় থাকবেন, গ্যালারি থেকে বিরাটকে উৎসাহ যোগাতে।
প্রথমে জল্পনা ছিল মিলানে বিয়ে হচ্ছে। দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং বিরাট -অনুষ্কার কয়েকজন বন্ধু উড়ে যান মিলানে ।
গত কয়েকদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর অগণিত ভক্তরা।
এদিন তাস্কানি ৮০০ বছরের পুরনো ছবির মতো সাজানো গ্রামের বিলাসবহুল একটি দূর্গে বিয়ে করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
২৬ তারিখ মুম্বইয়ে রয়েছে আরও এক রিসেপশন পার্টি। যেখানে নিমন্ত্রিত বিরাটের সতীর্থ থেকে বলিউড তারকারা।
আপাতত খবর মধুচন্দ্রিমা সেরে ২১ ডিসেম্বর দেশে পরিবারের জন্য রিসেপশন বিরাট-অনুষ্কার। সেদিনই দিল্লিতে পরিবার-পরিজনদের জন্য রিসেপশন পার্টি।
আর, এখন হাইপ্রোফাইল বিয়ের অন্যতম সেরা ঠিকানা। হলিউড তারকা, হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিভিন্ন সংস্থার সিইও-প্রতিষ্ঠাতা।
২৮ তারিখ বিরাট বেরিয়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় খেলতে। ৫ তারিখ কেপটাউনে শুরু প্রথম টেস্ট ম্যাচ।
বহু বিশিষ্টজনের পা পড়েছে তাসকনির এই প্রাসাদোপম ভিলায়। বিরুষ্কার প্রেমকাহিনিও পরিণতি পেল এখানেই।
শেষ পর্যন্ত মিলান থেকে ঘন্টা তিনেক দূরে তাস্কানিতে এই বিয়ে হল। বিয়ের পরই বিয়ের ছবি টুইট করেন নবদম্পতি। মালাবদলের ছবি থেকে বিয়ের আসরের ছবি, বিরাট ও অনুষ্কা টুইট করেন আলাদা। তবে টুইটে দুজনেরই মন্তব্য এক।
টুইটে দুজনেই লেখেন- আজ আমরা একে অপরকে কথা দিলাম, আমরা ভালবাসার বন্ধনে আবদ্ধ থাকব। আমরা ভাগ্যবান এই খবর আপনাদের জানাতে পেরে। এই সুন্দর দিন আমাদের কাছে আরও ভাল হয়ে উঠবে পরিবার, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ভালবাসা ও সমর্থনে। এই গুরুত্বপূর্ন সফরে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -