অর্থাত শুধু কেরলের জন্য বন্যাত্রাণই নয়, দেশের উত্তরপূর্বের এই প্রান্তিক রাজ্যের মানুষের সমস্যাও তাঁকে ভাবিয়েছিল।
অকালে চলে যাওয়া তারকার মর্মান্তিক প্রয়াণ সংবাদ শুনে বিষাদে ডুবে যান রিও সহ রাজ্যের অনেক মানুষ, যাঁদের মনে সুশান্তকে কাছ থেকে দেখার, তাঁর সংস্পর্শে আসার সুখস্মৃতি রয়ে গিয়েছে। নাগাল্যান্ডের প্রতি তাঁর সেই দরদের কথা মনে পড়ছে তাঁদের।
মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, সুশান্ত সিংহ রাজপুতের অসময়ে চলে যাওয়ার খবরে বিরাট আঘাত পেয়েছি, কষ্ট হচ্ছে। তিনি ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে দেখা করে আমায় একটা চেক দিয়েছিলেন যখন ২০১৮-য় ভয়ঙ্কর বন্যা, ধসে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাগাল্যান্ডের প্রতি তাঁর ভালবাসা, উদার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া চিরকাল মনে রাখব। তাঁর আত্মা শান্তি পাক।
মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আবু মেথা আবার নাগাল্যান্ড সফরে সুশান্তের ক্রিকেট খেলার ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মেথা লিখেছেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর দুঃখজনক খবর একটা আঘাত। চমত্কার একজন অভিনেতা, দয়াবান মনের মানুষ, নাগাল্যান্ডের বন্ধু। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমাদের কাছে এসেছিলেন, খোলা মনে সাহায্য করেন। আপনি আমাদের যে আনন্দ দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোলা সুশান্তের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন মেথা।