নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বদলা এশিয়া কাপে (Asia Cup)। দুবাইয়ে (Dubai) পাকিস্তানকে (Pakistan) পাঁচ উইকেটে উড়িয়ে দিল রোহিতের ভারত (India)। শেষ ওভারে ছয় মেরে অনবদ্য ফিনিশ হার্দিকের। শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া উত্তাল নেটিজেনদের উচ্ছ্বাসে। শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা। অনন্যা পাণ্ডের (Ananya Panday) পোস্ট জয় করল অজস্র নেটিজেনদের মন।
অনন্যা-আয়ুষ্মানের শুভেচ্ছাবার্তা
ইনস্টাগ্রামে এদিন অনন্যা পাণ্ডে একটি মজার ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা মেলে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), মনজোৎ সিংহ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জনপ্রিয় 'কালা চশমা' গানের ট্রেন্ডিং স্টেপ করতে দেখা যায় তাঁদের। অনেকটা দিন কয়েক আগে জিম্বাবোয়ে থেকে ম্যাচ জিতে ফিরে এসে যেভাবে ভারতীয় ক্রিকেট দল উদযাপন করেছিল সেভাবে।
এদিন ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'জিতে গেছে ভারত'।
'কালা চশমা' গান এখন ফের ট্রেন্ডিং। এই গানের নতুন কোরিওগ্রাফি এখন নতুন পার্টি অ্যান্থেম হয়ে উঠেছে। যেকোনও সেলিব্রেশনে এই গানে মাতছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে সেলিব্রিটিরা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সিদ্ধার্থ মলহোত্র ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'বার বার দেখো' ছবির গান এটি।
উল্লেখ্য, সূত্রের খবর, অনন্যা পাণ্ডে ও আয়ুষ্মান খুরানাকে একসঙ্গে 'ড্রিম গার্ল ২' ছবিতে দেখা যাবে। রাজ শাণ্ডিল্যের 'ড্রিম গার্ল' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সেখানে আয়ুষ্মানের সঙ্গে দেখা গিয়েছিলস নুসরত ভারুচাকে।
আরও পড়ুন: KRK: ফের অনুষ্কা শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেআরকে
প্রথম ছবির গল্প আবর্তিত হয়েছিল এক ব্যক্তিকে ঘিরে যে যাত্রায় মহিলা চরিত্রে অভিনয় করেন। এরপর সে 'হটলাইন'-এ মহিলা কণ্ঠে চাকরি নেওয়ার পর গল্পের মোড় ঘুরতে শুরু করে।