কলকাতা: ১৫ অগাস্ট। ব্রিটিশদের দীর্ঘ অত্যাচারের অবসান। স্বাধীন হয় ভারত (Independence Day 2023)। এই বিশেষ দিনকে নানাভাবে উদযাপন করেন দেশবাসী। তেরঙ্গায় ভরে ওঠে চারিপাশ। দেশাত্মবোধক গান (patriotic songs), স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ এবং আধুনিক সময়ের প্রেক্ষাপটে তৈরি একাধিক দেশাত্মবোধক ছবি। 


এই বিশেষ দিনে যদি তেমন কোনও প্ল্যান না থাকে, তাহলে বাড়িতে সময় কাটানোর আদর্শ সময় বলে দিচ্ছি আমরা। সারাদিন ধরে দেখুন এই সমস্ত দেশপ্রেমের ছবি। সহজেই এগুলো পাবেন ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) বা ইউটিউবে। 


'নেতাজি সুভাষচন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো' (Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero)


শ্যাম বেনেগাল পরিচালিত বায়োপিক ঘরানার হিন্দি ছবি। নাম থেকেই স্পষ্ট ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির গল্প বলে এই ছবি। মুখ্য চরিত্রে ছিলেন সচিন খেড়কর। ছিলেন কুলভূষণ খরবন্দা, রজিত কপূর, দিব্যা দত্ত ও আরিফ জাকারিয়া। নেতাজির ইতিহাসের গভীরে গিয়ে তৈরি এই ছবি, দেখানো হয়েছে তাঁর কংগ্রেস ছাড়ার সময়কেও, ব্যক্তিগত জীবনও উঠে আসে এবং কীভাবে শেষ পর্যন্ত তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। সবটাই বলে এই ছবি। 


'দ্য লেজেন্ড অফ ভগৎ সিংহ' (The Legend of Bhagat Singh)


২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের এই ছবির পরিচালক ছিলেন রাজকুমার সন্তোষি। ভগৎ সিংহের চরিত্রে নজর কাড়েন অজয় দেবগণ। ছিলেন সুশান্ত সিংহ, ডি. সন্তোষ, অখিলেন্দ্র মিশ্র ও অমৃতা রাও। সোভিয়েত রাশিরয়ার কমিউনিস্ট আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে চন্দ্রশেখর আজাদের অধীনে ভগৎ সিংহের 'হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন'-এ যোগদানের গল্প বলে এই ছবি। ভগৎ সিংহের দুই সঙ্গী সুখদেব ও রাজগুরুর অবদানও দেখিয়েছে এই ছবি। 


'সর্দার উধম' (Sardar Udham)


২০২১ সালে মুক্তি পায় বায়োপিক ঘরানার অপর ছবি 'সর্দার উধম'। সুজিত সরকার পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। ছিলেন আমোল পরাশর, শন স্কট, স্টিফেন হোগান ও অ্যান্ড্রিউ হিল। উধম সিংহের গল্প বলে এই ছবি। ছবিটি একটি ভয়ঙ্কর ও অন্ধকার গল্প বলে যে কীভাবে উধম সিংহ ভারত থেকে আফগানিস্তান হয়ে শেষ পর্যন্ত ইউএসএসআর-এ পৌঁছে তাদের সাহায্য প্রার্থনা করেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সাহায্য প্রত্যাখ্যান করে।


'আর আর আর' (RRR)


২০২২ সালে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি 'আর আর আর'। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই ছবির গান অস্কারের মঞ্চেও পুরস্কৃত হয়। এই ছবি দুই বাস্তব জীবন নায়ক অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের সংগ্রামী গাঁথার ওপর ভিত্তি করে তৈরি। ছবিতে ছিলেন আলিয়া ভট্ট, শ্রিয়া সরণ, অজয় দেবগণও। 


'লক্ষ্য' (Lakshya)


২০০৪ সালে ফারহান আখতার পরিচালিত 'লক্ষ্য' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন হৃত্বিক রোশন। ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধের ওপর নির্ভর করে তৈরি হয়েছিল এই ছবি। হৃত্বিকের সঙ্গে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা, অমিতাভ বচ্চন, ওম পুরী, অমরিশ পুরী, বোমন ইরানি, লিলেট দুবে, আদিত্য শ্রীবাস্তব প্রমুখ। বক্স অফিসে দুরন্ত সাফল্য লাভ না করলেও কাল্ট সিনেমা হিসেবে এখনও ভারতীয় দর্শকের পছন্দের তালিকায় রয়ে গেছে। 


আরও পড়ুন: Bigg Boss OTT 2 Winner: এলভিস যাদব জিতলেন 'বিগ বস ওটিটি ২', পেলেন নগদ ২৫ লক্ষ টাকা


এখানে মাত্র ৫টি ছবির নাম উল্লেখ করা হল। বলাই বাহুল্য ৭৭তম স্বাধীনতা দিবসে পৌঁছে ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে কয়েক শ' কাজ হয়েছে। রয়েছে একাধিক দুর্দান্ত সিনেমা, গান, সিরিজও। পছন্দ মতো কোনও সিনেমা দেখে নিজের অন্দরের দেশপ্রেমকে জাগিয়ে তুলুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial