নয়াদিল্লি: ২১ বছর পর মিস ইউনিভার্সের (Miss Universe) মঞ্চে এক ভারতীয় বিজয়ী। পঞ্জাবের হরনাজ সান্ধু (Harnaaz Kaur Sandhu) জিতলেন 'মিস উইনিভার্স'-এর খেতাব। লারা দত্তের বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা।


 






২১ বছর পর 'মিস ইউনিভার্স' হলেন ভারতের হরনাজ কৌর সান্ধু। ইজরায়েলের ইলায় আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলেন চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী। ১৯৯৪ সালে প্রথমবার মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে লারা দত্ত বিশ্বসুন্দরী খেতাব জেতেন। সুস্মিতা, লারার পর হরনাজ তৃতীয় ভারতীয় যিনি মিস ইউনিভার্স হলেন।


২১ বছরের পঞ্জাবী তরুণীর মূল দুই প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। মিস সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর 'মিস ইউনিভার্স', মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।


আরও পড়ুন: Atrangi Re Update: 'এক ফ্রেমে দুই তারকা', অক্ষয়-ধনুশের সেলফি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


চণ্ডীগড়ের মডেল হরনাজ সান্ধুর আগে মাত্র দু'জন ভারতীয়ই এই 'মিস ইউনিভার্স'-এর খেতাব জেতেন। ১৯৯৪ সালে অভিনেত্রী সুস্মিতা সেন, ২০০০ সালে অভিনেত্রী লারা দত্ত। এরপর দীর্ঘ ২১ বছর পর আবার এক ভারতীয় কন্যার সেরার শিরোপা জেতার খবরে খুশি দেশবাসী। নাম ঘোষণা হওয়ার পর মঞ্চে আনন্দে কেঁদে ফেলেন তিনি।


হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। এর আগে তিনি 'মিস ডিভা ২০২১'-এর খেতাবও জিতেছেন। তাছাড়া 'ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯'-এর তকমাও জিতেছেন। 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯'-এর সেরা ১২-এর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া তিনি পঞ্জাবী ছবি 'ইয়ারা দিয়া পু বরা' ও 'বাই জি কাট্টুঙ্গে'-তেও কাজ করেছেন তিনি।