কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সারা বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলছে। লকডাউনের সময় সাধারণ মানুষদের মতোই গৃহবন্দি সিনেমা অভিনেতা থেকে শুরু করে খেলোয়াড়দের মতো সেলিব্রিটিরা। সোশ্যাল মিডিয়ায় এখন অনুরাগীদের সঙ্গে তাঁদের সেতু বেঁধে দিচ্ছে। এরইমধ্যে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র জন্য ট্রোলের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এই বিদ্রুপ-কটাক্ষকে যে তিনি একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা বুঝিয়ে দিলেন হাসিন-আরও একটি ভিডিও শেয়ার করে। আর ভিডিও-র ক্যাপশনে ট্রোলের জবাবও দিয়েছেন। লিখেছেন, 'জ্বলার জন্য প্রস্তুত হও।


এর আগে আরও দুটি ভিডিও শেয়ার করে হাসিন ট্রোলারদের জবাব দিয়েছিলেন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় হাসিন মাঝেমধ্যেই তাঁর ভিডিও-র জন্য আলোচনার কেন্দ্রে থাকেন।সদ্যই একটি ভিডিও-র জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সক্রিয় হয়েছেন হাসিন। ট্রোলারদের জবাব দিতে ছাড়ছেন না তিনি।
উল্লেখ্য, ২০১৮-তে হাসিন শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন। বিসিসিআই অবশ্য পরে ফিক্সিংয়ের অভিযোগ সম্পর্কে শামিকে ক্লিনচিট দেয়। স্বামী-স্ত্রীর এই বিবাদ এভাবেই প্রকাশ্যে চলে এসেছিল। এরপর শামি ও হাসিন আলাদা আলাদা থাকেন।
সম্প্রতি তিনি সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে নিজের জীবন নিয়ে এমন কিছু কথা বলেন, যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।
তিনি বলেন, পরিবার পাশে না থাকলে তিনি হয়ত ক্রিকেট থেকেও ছিটকে যেতেন। শামি জানান, মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের চাপে তিন-তিনবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। খেলাতেও মন দিতে পারছিলেন না।
শামি বলেন, 'আমরা তখন ২৪ তলায় থাকতাম। আমার পরিবারের লোকেরা ভয় পেত, যদি আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিই।...সেই সময় আমার ভাই পাশে দাঁড়িয়েছিল।'