মুম্বই: প্রত্যেকের উচিত ওয়ার্ডরোবে অন্তত একটা ভারতীয় পোশাক রাখা। কারণ নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের জন্য ভারতীয় পোশাক পরিধান অবশ্যম্ভাবী। বললেন শ্রদ্ধা কপূর।
নিজের পোশাকের ব্র্যান্ড ইমারা-র স্পেলবাউন্ড সেল লঞ্চ করতে এসে শ্রদ্ধা বলেছেন, ভারতীয় পোশাক নিজের ওয়ার্ডরোবে তিনি রাখেনই। তাঁর মনে হয়, এটা সকলের করা উচিত।
নবাগত অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন আইকন হিসেবে উঠে এসেছেন শ্রদ্ধা। তাঁর কথায়, আরামদায়ক পোশাক পরতেই পছন্দ করেন তিনি। অন্যদেরও তাই পরার পরামর্শ দেবেন। অন্ধভাবে কোনও ট্রেন্ড ফলো করা উচিত নয়, যা পরতে ভালবাসেন, তাই পরুন। কারণ পোশাক পরায় যদি আত্মবিশ্বাস না থাকে, আপনাকে ভাল দেখাবে না।
আমার ওয়ার্ডরোবে ভারতীয় পোশাক মাস্ট, বললেন শ্রদ্ধা
ABP Ananda, Web Desk
Updated at:
10 Dec 2016 11:50 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -