মুম্বই: রণবীর সিংহ এখন তাঁর কেরিয়ারের সাফল্যের শিখরে রয়েছেন। কয়েক মাস আগে পর্দায় মুক্তি পেয়েছে 'পদ্মাবত' ছবিটি। সেখানে রণবীরের পাওয়ার প্যাকড পারফর্ম্যান্স সকলের নজর কেড়েছে। সূত্রের খবর, আইপিএল ২০১৮-র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর। আর সেখানে ১৫ মিনিটের উপস্থিতির জন্যে ৫ কোটি টাকা দাবি করছেন বলিউড তারকা।
সূত্রের খবর, আইপিএল-এর আয়োজকরা সেই দাবিতে সম্মতি জানিয়ে রণবীরের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন। আগামী ৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ। সেখানেই পারফর্ম করতে দেখা যাবে রণবীরকে। এদিকে পেশাদার ক্ষেত্রেও এখন ব্যস্ত রয়েছেন রণবীর। 'গালি বয়' এবং 'সিম্বা' ছবি ছাড়া কবীর খানের '৮৩'-তেও অভিনয় করবেন রণবীর। সেখানে তাঁকে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে।
আইপিএল ২০১৮: ১৫ মিনিট পারফর্ম করার জন্যে ৫ কোটি নিচ্ছেন রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2018 12:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -