ছবিটি প্রযোজনা করেছেন, রাজ কুমার গুপ্ত, মাইরা কর্ন ও ‘ফক্স স্টার স্টুডিও’। ছবিটি মুক্তি পাবে এ বছর ২৪ মে। কে এই দেশের ওসামা? তা জানতে ঢুঁ মারতেই হবে হলে। আপাতত সেটা আড়ালেই রেখেছেন ছবির নির্মাতারা। মুক্তি পেল ‘ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড’-এর টিজার, দেখুন
web desk, ABP Ananda | 17 Apr 2019 12:30 PM (IST)
৫২টি বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল সে। এই বিস্ফোরণগুলিতে প্রাণ গেছে ৪৩৩ জনের। ৮০০রও বেশি মানুষ আহত হয়েছেন।
মুম্বই: সামনে এল রাজ কুমার গুপ্তর পরবর্তী ছবি ‘ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড’ ছবির টিজার। ছবির মুখ্য ভূমিকায় আছেন অর্জুন কপূর। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী কে হতে পারেন, তাই নিয়েই চলছে চর্চা। টিজার থেকে উঠে আসছে, কিছু চমকে দেওয়া তথ্য! যেমন, সেই সন্ত্রাসবাদী এ-দেশে ২০০৭ থেকে ২০১৩ অবধি নানারকম ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। মুম্বই, দিল্লি, জয়পুর ও পুণে সহ সারা দেশে মোট ৫২টি বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল সে। এই বিস্ফোরণগুলিতে প্রাণ গেছে ৪৩৩ জনের। ৮০০রও বেশি মানুষ আহত হয়েছেন। শোনা যাচ্ছে, সেই সন্ত্রাসবাদীর কিছু হাড়হিম করা ডায়লগ। এই ছবি দেখাবে, কীভাবে এই সন্ত্রাসবাদীকে ধরা হবে একটিও বুলেট খরচা না করে। অর্জুন কপূর এখানে একজন গোয়েন্দাবিভাগের অফিসারের চরিত্রে অভিনয় করছেন। দেখুন টিজার।