কলকাতা: ধারাবাহিকে ফিরছিলেন তৃণা সাহা (Trina Saha)। নায়কের ভূমিকায় ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন তৃণা সাহা। আজ প্রকাশ্যে এল ধারাবাহিকের ট্রেলার। স্টার জলসায় আসছে ধারাবাহিক পরশুরাম। আর এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রজিৎ। প্রোমোতে যে গল্প প্রকাশ্যে এসেছে, তা বেশ আকর্ষণীয়। মজাদারও বটে। 


প্রোমোর প্রথমেই দেখা যাচ্ছে, একটি মাছের বাজার। আর তার মধ্যে দিয়েই ছোঁয়া বাঁচিয়ে পুজোর ফুল হাতে নিয়ে যাচ্ছেন ইন্দ্রজিৎ। আর তার মধ্যেই বাড়ি থেকে ফোন এসেছে ইন্দ্রজিতের। সেখানে কথা বলতে তাঁর দুই ছেলে মেয়ে। এখানেই স্ত্রীয়ের ভূমিকায় দেখা মিলছে তৃণা সাহার। তিনি বাজার থেকে তেজপাতা আনতে বলছেন ইন্দ্রজিৎ-কে। অর্থাৎ ইন্দ্রজিতকে দেখা যাবে তৃণার স্বামীর ভূমিকায়। তাদের দুই ছেলে মেয়ে। এ যেন প্রত্যেক ছাপোষা ঘরের গল্প। বাবা মা আর দুই সন্তান মিলে একেবারে মধ্যবিত্ত একটা সংসার। কিন্তু এর পরেই বদলে যায় ছবিটা। 


ইন্দ্রজিৎ-কে দেখা যায় ভরপুর অ্যাকশন করতে। আর সেখানেই প্রকাশ্যে আসে তাঁর নাম। পরশুরাম। কিন্তু তখনও ফোনে ধরা রয়েছে বাড়ির ফোন। আর সেখানেই শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ। সেটা শুনে তৃণা অবাক হয়ে প্রশ্ন করছেন কেন ওখানে গুলি চলছে। ইন্দ্রজিৎ ওরফে পরশুরাম তখন পরিস্থিতি লুকোতে ব্যস্ত। অর্থাৎ ইন্দ্রজিৎ এমন কোনও কাজ করেন যা তাঁর বাড়ির লোকেরা জানে না। কী সেই কাজ? ধারাবাহিকের গল্পেই তা ক্রমশ প্রকাশ্য। তবে একদিকে যেমন সাধারণ সংসারের গল্প, অন্যদিকে তেমনই রয়েছে একটি মজার কাজ, অ্যাকশন। সব মিলিয়ে এই শো -এর প্রোমো দেখে দর্শকদের মনে হচ্ছে, ধারাবাহিকে এবার আসতে চলেছে নতুন গল্প। 


প্রসঙ্গত, ধারাবাহিকের পাশাপাশি, বড়পর্দায় অভিনয় করে ফেলেছেন তৃণা ও ইন্দ্রজিৎ দুজনেই। সদ্য মুক্তি পাওয়া 'চালচিত্র'-তেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ইন্দ্রজিৎ। পাশাপাশি তাঁরা ইতিমধ্যেই ছোটপর্দার বেশ পরিচিত মুখ। এবার নতুন গল্পে দর্শক তাঁদের কতটা গ্রহণ করেন, সেটাই দেখার।


 






আরও পড়ুন: Tanisha Mukherjee: 'খুব নোংরা জল'.. মহাকুম্ভে পুণ্য অর্জন করতে এসে গঙ্গায় ডুব দিতেই নারাজ তনুজা-কন্যা!