Andhra Pradesh News: অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক সরকারি স্কুলের শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এই শিক্ষিকার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে তিনি স্কুলের ছাত্রীদের দিয়ে নিজের গাড়ি পরিস্কার (Viral Video) করতে বাধ্য করছেন। স্কুল প্রাঙ্গণের মধ্যেই ছাত্রীদের দিয়ে গাড়ি পরিস্কার করাতে দেখা যায় তাঁকে আর এই ভিডিয়ো (Andhra Teacher) ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ।


রঙ্গমপেটা জেলার ভেঙ্কটাপূরম গ্রামের এক উচ্চ প্রাথমিক স্কুলেই ঘটেছে এই ঘটনাটি। এই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর এই ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে তুমুল নিন্দার ঝড় চলে। আর সকলেই এই বিষয়ে শিক্ষিকার উপর কড়া পদক্ষেপ করতে বলেন শিক্ষা মন্ত্রককে।


১ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে (Viral Video) পূর্ব গোদাবরী জেলার প্রশাসক পি প্রশান্তি জানিয়েছেন, 'এমপিইউপি স্কুলের সহকারী ইংরেজির শিক্ষিকা ড. সুশীলাকেই সেই ভিডিয়োতে ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতে দেখা গিয়েছে। অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস কন্ডাক্ট আইন, ১৯৬৪ ভঙ্গ করেছেন সেই শিক্ষিকা।' তদন্ত করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নোটিশ দিয়ে তাঁকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখা হয়েছে, 'পূর্ব গোদাবরী জেলার রঙ্গমপেটা মণ্ডলের একটি সরকারি স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের দিয়ে গাড়ি পরিস্কার করাচ্ছেন। সরকারি স্কুলগুলি যেখানে ৭ মাসের উপর বন্ধ হয়ে আছে, সেখানে এই কাজ করানো সম্পূর্ণভাবে অনৈতিক। এমনকী শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুলের শৌচাগারও পরিস্কার করাচ্ছেন ! স্কুলে স্কুলে কী বদল এনেছেন শিক্ষামন্ত্রী ?'



কিছুদিন আগে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলাতেও (Viral Video) একইরকম অভিযোগ উঠেছিল জনৈক স্কুল শিক্ষককে কেন্দ্র করে। এপিএইচবি কলোনির একটি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক স্কুলের ছাত্রদের দিয়ে প্রাঙ্গণ থেকে পাথর সরানোর কাজ করানোর জন্য অভিযুক্ত হন। গত শুক্রবার এই ঘটনা ঘটার পরেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এবং সেই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি উঠতে থাকে। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে আরও একবার জানানো হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুলের মধ্যে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখতে অসমর্থ হবেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।


আরও পড়ুন: FASTag: এক রিচার্জে ১৫ বছর নিশ্চিন্তি, টোল ট্যাক্স নিয়ে ভাবতে হবে না- FASTag-এ বড় বদল আনল কেন্দ্র