কলকাতা: প্রথমবার ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta)-র সঙ্গে জুটি বাঁধছেন গৌরী প্রধান (Gauri Prodhan)। যোগেশ বর্মার প্রথম পরিচালিত এই ছবির নাম 'আ উইন্টার টেল অ্যাট শিমলা' (A Winter Tale at Shimla)। প্রেমের এই ছবির শ্যুটিং হয়েছে মূলত পাহাড়ে। 


চলতি মাসের ১২ তারিখ মুক্তি পাবে এই ছবিটি। ইন্দ্রনীল ও গৌরী ছাড়াও এই ছবিতে রয়েছেন, দীপরাজ রানা, ঋতুরাজ সিংহ, নিহারিকা চৌকসে, অঙ্গদ ওহরি, মনু মালিক সহ আরও অনেকে। সিমলার প্রেক্ষাপটে দেখা হয় গল্পের কেন্দ্রীয় দুই চরিত্রের। আর তারপরেই তাঁদের মধ্যে আলাপ, ভাল লাগা, প্রেম। মধ্যবয়সী প্রেমের গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। 


এই ছবি নিয়ে গৌরী বলছেন, ' 'আ উইন্টার টেল অ্যাট শিমলা' -এর হাত ধরে দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরলাম আমি। এমন একটা প্রেমের ছবিতে অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। অদ্ভূত সুন্দর একটা প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।' অন্যদিকে, ছবির নায়ক ইন্দ্রনীল বলছেন, 'ছবির শ্যুটিংয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পুরনো সময়ের মূল্যবোধ আর বর্তমান সময়ের ভাবধারা মিলে একটা দারুণ গল্প তৈরি হয়েছে।'


এই ছবি নিয়ে পরিচালক বলছেন, 'ব্যক্তিগত মূল্যবোধ, প্রেম, পুরনো সময়ের নস্টালজিক ভালো লাগা আর এই নতুন সময়ের উজ্জ্বলতা এই ছবির অন্যতম ইউএসপি। আশা করি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে এই 'আ উইন্টার টেল অ্যাট শিমলা'।


কেবল এই ছবিটিই নয়, ইন্দ্রনীল আরও এক পাহাড়ি প্রেমের গল্প বলতে জুটি বেঁধেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupa)-র সঙ্গে।ইন্দ্রাশীষ আচার্যর নতুন ছবি গুডবাই মাউন্টেন (Good Bye Mountain) দেখা যাবে এই দুই তারকাকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), জয়শ্রী মিমি অধিকারী (Jayashree Mimi Adhikary), অরুণ ঘোষ (Aryunn Ghosh), অরুণিমা পাল (Arunima Paul), শোভন সরকার (Sovan Sarkar), রীতম বন্দ্যোপাধ্যায় (Ritam Banerjee)।


গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, এক পাহাড়ি বাংলো, তাতে দুজন মানুষ থাকেন।  শহর থেকে দূরে থাকার জন্য এরা এইরকমই থাকেন। যতটা আগলে রাখা যায় অপরজনকে। কিন্তু মাঝে মাঝে আরও কেউ আসেন। কিন্তু কেন? তাঁরা কিছু অধিকার দাবি করেন। কুয়াশাছন্ন মায়াবী প্রেমের ভেতর কিছু রহস্যজনক চরিত্র যাতায়াত করে। কী আছে এই যাতায়াতের শেষে? উত্তর মিলবে পর্দার গল্পে।


আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: দেব আর আমার ব্যক্তিগত সম্পর্ককে সেটে নিয়ে যাই না: রুক্মিণী


আরও পড়ুন:Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা