কলকাতা: এই ভাঙনের সময়ে কি তাঁদের মধ্যে দূরত্ব মিটল? ঘরের ব্যালকনিতে একসঙ্গে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও বরখা বিস্ত (Barkha Bisht)। একসঙ্গে কথা বলছেন, হাসছেন.. সময় কাটাচ্ছেন। বিচ্ছেদের পরে ফের কি সম্পর্ক জোড়া লাগল এই দুই তারকার? 


আসলে এই ছবি রিয়েল নয়, রিল লাইফের। ‘চলতি রহে জিন্দেগি’ বলে একটি ছবির শ্যুটিং করেছিলেন বরখা ও ইন্দ্রনীল। তবে সম্প্রতি নয়, লকডাউনের সময়ে। সেই সময়ে তাঁদের দাম্পত্যে চিড় ধরেনি। শোনা যাচ্ছে, প্রায় ৩ বছর এক ছাদের তলায় নেই ইন্দ্রনীল ও বরখা। এই ছবির প্রথম ঝলক সদ্য প্রকাশ্যে এসেছে। এরপরে অনেকেই ভেবেছিলেন, বিচ্ছেদ না মিটলেও বোধহয় একসঙ্গে কাজ করার মত সহজ সম্পর্ক ফিরেছে ইন্দ্রনীল বরখার মধ্যে। কিন্তু আদপে তা নয়। 


সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, ইন্দ্রনীলকে নিয়ে বরখা বলেছেন, 'আমরা বিচ্ছেদের পরে একসঙ্গে কাজ করিনি। ভবিষ্যতে করব এমন কোনও নিশ্চয়তাও নেই। এই ছবিটি লকডাউনের সময় শ্যুট হয়েছিল। প্রত্যেকটা মানুষের বিচ্ছেদের পরে সম্পর্ক রাখার সমীকরণ আলাদা। আমার আর ইন্দ্রনীলের মধ্যে বিচ্ছেদের পরে এমন কোনও সম্পর্ক বেঁচে নেই যার দরুণ আমরা একসঙ্গে কাজ করাতে পারব।' ইন্দ্রনীল বরখার ছবি 'চলতি রহে জিন্দেগি' একটি সমাজের মধ্যে থাকা ৩টি পরিবারের গল্প বলবে।'


এরপরে বরখা আরও বলেন, 'আমার আর ইন্দ্রনীলের মধ্যে নতুন করে যদি কোনও সমীকরণ তৈরি হয় সেটা মন্দ হবে না। প্রায় চার বছর হয়ে গেল আমরা আলাদা থাকছি। তবে ইন্দ্রনীল খুব ভাল একটা মানুষ। ওঁর সঙ্গে কখনও বন্ধুত্বের সম্পর্ক হলে ভাল হবে। আমাদের ১৫ বছরের সম্পর্কে আমি চিরকালই ইন্দ্রনীলের বন্ধু হওয়ার চেষ্টা করে গিয়েছি। যদি আমাদের কখনও দেখা হয়ে যায় কোনও সামাজিক অনুষ্ঠানে, আমি ওকে অস্বস্তিতে ফেলব না। তবে আবারও বলছি প্রত্যেকটা মানুষের সম্পর্কে সমীকরণ আলাদা। যদি ইন্দ্রনীল চায়, তাহলে ওর সঙ্গে আবার সম্পর্ক তৈরি হবে। ' প্রসঙ্গত, পেয়ার কে দো নাম-এর হাত ধরেই এক হয়েছিলেন ইন্দ্রনীল ও বরখা।


আরও পড়ুন: Rahul Mahajan: প্রেম, বিয়ে, বিতর্ক.. রাহুল মহাজনের নাম কেন বারে বারে বিতর্কের কেন্দ্রে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।