টুইটারে পরিস্থিতির ছবি পোস্ট করেছেন ভাণ্ডারকর। অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর টিম মেম্বারদের পণবন্দির মত হোটেলের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। ফলে বৈঠক বাতিল করা ছাড়া উপায় ছিল না। তাঁদের ওপর হামলার চেষ্টা হয় বলেও তাঁর অভিযোগ।
ঘটনাস্থলের ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।
ভাণ্ডারকর জানিয়েছেন, তিনি বারবার বিক্ষোভকারীদের বলেন, তাঁর ছবির ৭০ শতাংশ গল্প, মাত্র ৩০ শতাংশ বাস্তব। সেন্সর বোর্ড ছবিতে ১৬ জায়গা বাদ দিতে বলেছে। তাঁর প্রশ্ন, গোটা ছবি তো মুক্তিই পায়নি, শুধু ৩ মিনিটের ট্রেলার দেখে মানুষ এমনভাবে প্রতিবাদ কেন করছে।
১৯৭৫-এর জরুরি অবস্থার ওপর তৈরি হয়েছে ইন্দু সরকার ছবিটি। ছবিতে গাঁধী পরিবারকে ছোট করে দেখানো হয়েছে অভিযোগ করে তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস।