পুরুলিয়া: সূচের আঘাতে ছোট্ট শরীরটা ক্ষতবিক্ষত! ভেঙে দেওয়া হয়েছে নরম-তুলতুলে হাত! এখানেই শেষ নয়! অভিযোগ, মায়ের আশ্রয়দাতার বিকৃত যৌন লালসারও শিকার হয়েছে বছর তিনেকের ছোট্ট মেয়েটা! পুরুলিয়ার এই ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য!
পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে শিশু ও তার মাকে ছেড়ে বাবা চলে যান। এরপর নাদিয়ারা গ্রামে একটি বাড়িতে পরিচারিকার কাজ নেন শিশুর মা। ছোট্ট মেয়েকে নিয়ে, গৃহকর্তা সনাতন ঠাকুরের বাড়িতেই থাকছিলেন তরুণী।
মঙ্গলবার শিশুকে নিয়ে তার মা পুরুলিয়া সদর হাসপাতালে যান। বলেন আমার সন্তান অসুস্থ। কিন্তু কন্যাসন্তানটির শরীরে একাধিক দাগ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। খবর যায় সদর থানায়। শিশুর শরীরের কয়েকটি অঙ্গ দেখে, স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা!
শিশুর ওপর নির্যাতনের বিষয়টি একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানতে পারে। যে গ্রামে শিশুকে নিয়ে তার মা থাকতেন, সেখানেও যান স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে মফস্বল থানায় গৃহকর্তা সনাতন ঠাকুরের নামে অভিযোগ করা হয়। সংস্থাটির দাবি, শিশুর ওপর যৌন অত্যাচারের পাশাপাশি একাধিক উপায়ে নির্যাতন চালানো হয়েছে!
সূচ ফোটানোর দাগ, হাত ভাঙা, সেই অত্যাচারেরই ফল! যদিও ঘটনার পর থেকেই পলাতক প্রাক্তন হোমগার্ড সনাতন ঠাকুর। সূত্রের খবর, পুলিশ মনে করছে, শিশুর মায়ের সঙ্গে ওই ব্যক্তির শারীরিক সম্পর্ক ছিল।
কিন্তু, নিষ্পাপ এই শিশুটার ওপর এভাবে অত্যাচার কেন চালানো হল, তা বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা।
শরীরে সূচের ক্ষত, হাত ভাঙা, বিকৃত ‘যৌন লালসার’ শিকার ৩ বছরের শিশু, অভিযুক্ত পলাতক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2017 05:36 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -