নয়াদিল্লি: তিনি ফুরিয়ে গিয়েছেন বলে দাবি উঠছিল গত কয়েক বছর ধরেই। কিন্তু প্রথমে ‘পাঠান’ এবং তার পর ‘জওয়ান’, 'বাদশা'র কোনও বিকল্প নেই বলে ফের প্রমাণ করলেন অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। বক্সঅফিসে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে তাঁর ছবি ‘জওয়ান’ (Jawan)। আর ‘জওয়ান’ জ্বর থেকে বাদ গেলেন না শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও (Anand Mahindra)। শাহরুখকে দেশের 'জাতীয় সম্পদ' ঘোষণার দাবি জানালেন তিনি।


দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার ট্যুইটারে (অধুনা X) পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, 'প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে'।



আরও পড়ুন: Shah Rukh Khan: ভক্তদের 'জওয়ান দিবস' পালনের ছবি শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন কিং খানের


আনন্দের এই পোস্টের জবাব দিতে দেরি করেননি শাহরুখ। প্রত্যুত্তরে তিনি লেখেন, 'অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে, সিনেমা তৈরি করে দেশমাতৃকাকে গর্ববোধ করানোর চেষ্টা চালিয়ে যাই আমি। আশাকরি 'জাতী' সম্পদ  হিসেবে আমি সীমিত নই। আলিঙ্গন গ্রহণ করবেন স্যর'।


এর আগেও শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আনন্দ। 'জিন্দা বান্দা' গানটি মুক্তি পাওয়ার পর, পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেবার আনন্দ লেখেন, 'এই নায়কের বয়স ৫৭ বছর। শাহরুখের বয়স বৃদ্ধি মাধ্যাকর্ষণ শক্তিকেও মানে না। বহু মানুষের চেয়ে ১০ গুণ বেশি স্বতস্ফূর্ত। জিন্দা বান্দা হো তো অ্যায়সা'। 


সেবারও আনন্দকে জবাব দিয়েছিলেন শাহরুখ, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। লিখেছিলেন, 'জীবন খুই ছোট স্যর, খুব তাড়াতাড়ি কেটে যায়। যতটা পারি মনোরঞ্জন করার চেষ্টা করে যাই। হাসুন, কাঁদুন, কাঁপুন অথবা উড়ুন, সাঁতার কাটুন তারাদের সঙ্গে। স্বপ্নময় হোক প্রতিটি মুহূর্ত'।


'জওয়ান'কে ঘিরে এই উন্মাদনা, উচ্ছ্বাস, ছবির ব্যবসাও বাড়িয়ে দিয়েছে  প্রথম দিনেই শুধু দেশের মধ্যে হিন্দি ভাষায় ছবি ব্যবসা করেছে ৬৫ কোটি টাকার। কোও হিন্দি ছবি এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। অন্য ভাষায় ডাব করে যেখানে যেখানে মুক্তি পেয়েছিল, তা থেকে আও ৯ কোটি টাকা উঠে আসে,, অর্থাৎ সবমিলিয়ে ৭৪ কোটি টাকা ব্যবসা হয় প্রথম দিনে। দু'দিনে হিন্দি ভাষায় 'জওয়ান' ব্যবসা করেছে ১১১ কোটি টাকা। সবমিলিয়ে ১২৫.৫০ কোটি টাকার ব্যবসা গোটা দেশে।