কলকাতা: বহু প্রতীক্ষার পর আজ অবশেষে 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। আজ্ঞে হ্যাঁ। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক পাভেলের (Pavel) ছবি 'কলকাতা চলন্তিকা'। আর মুক্তির প্রাক্কালে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
'ইন্ডাস্ট্রি'র শুভেচ্ছা
মুক্তি পেয়েছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'। আর এই ছবিকে শুভেচ্ছা জানালেন স্বয়ং 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে সকলের প্রিয় বুম্বা দা, আজ অর্থাৎ ২৫ অগাস্ট নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন। লেখেন, 'টিম কলকাতা চলন্তিকাকে অনেক শুভেচ্ছা।' সঙ্গে ট্যাগ করেন পরিচালক সহ ছবির সকল কলাকুশলীদের। স্বভাবতই উচ্ছ্বসিত গোটা টিম। তাঁর পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন ছবির সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য।
বেশ কিছুদিন ধরেই এই ছবির অভিনব প্রচারপর্ব চালাচ্ছেন পরিচালক পাভেল ও পুরো টিম। ছবির প্রকাশিত গানগুলিও বেশ নজর কেড়েছে। ২০১৬ সালের নির্মীয়মান পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করেই ছবি তৈরি হয়েছে। রয়েছে প্রেম, ভালবাসা, সম্পর্কের টুকরো গল্প।
সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। তার রোজকার প্রেম-ভালবাসা-বিদ্রোহ-ঝগড়া-গৃহস্থালীর নিয়মে হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার, স্বজনহারাদের চোখের জলে ভাসে শহর। হাহাকারের সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে।
টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কি সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহাকে।
আরও পড়ুন: Brahmastra: 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি ভাঙতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
ছবিতে দেখা যাবে তিন দিনের গল্প। শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস। ছবিতে অভিনয় করতেও দেখা যাবে পাভেলকে। জুলাইয়ের শেষে ট্রেলার পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়, 'মিলে শঙ্খ আর আজান একই সুর পাড়ায় পাড়ায়.. প্রেম হোক কলরব হোক কলকাতা চলন্তিকায়..!' 'ফ্লাইওভারের তলায় ফ্লাইওভারের গল্প' বলে ছবির গোটা টিম ট্রেলার লঞ্চ করেন। এক উড়ালপুল ভেঙে পড়া নিয়ে তৈরি ছবির ট্রেলার মুক্তি পায় নিউটাউন উড়ালপুলের তলায়।