মুম্বই:  মঙ্গলবার ছিল সদ্য মাতৃহারা কন্যা জাহ্নবী কপূরের ২১ বছরের জন্মদিন। মাকে অনুসরণ করে, জাহ্নবী তাঁর জন্মদিনের সকালটি কাটান বৃদ্ধাশ্রমে। সেখানেই কেক কাটেন, পান বহু লোকের আশীর্বাদ। তারপর রাতে কপূর পরিবারে জাহ্নবীর জন্যে আয়োজন করা হয়েছে জাঁকজমকহীন একটি ঘরোয়া খাওয়াদাওয়ার। সেখানে উপস্থিত ছিলেন জাহ্নবীর নিজের বোন খুশি থেকে সৎ বোন অনশুলা এবং তুতো বোন সোনাম, সানায়া, রিয়া সহ আরও অন্যান্যরা।




এই ছবি অনশুলা তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করতেই লাইকের ঝড় শুরু হয়। কারণ, শ্রীদেবীর মৃত্যুর পর যেভাবে সৎ বোনের পাশে দাঁড়িয়েছেন অনশুলা এবং অর্জুন, সেটা দেখে শুরু থেকেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তারপর ভাই-বোনেরা মিলে যেভাবে জাহ্নবীকে একাকীত্ব বোধ করতে না দিয়ে তাঁর জন্মদিন পালন করেছেন, এপ্রসঙ্গে নেটিজেনদের মত, তাঁরা যৌথ পরিবারের এক অন্যন্য নির্দশন তৈরি করছেন।

তবে এই পারিবারিক ডিনারে থাকতে পারেননি, অর্জুন কপূর। কারণ, তিনি নমস্তে ইংল্যান্ডের শ্যুট শুরু করে দিয়েছেন পঞ্জাবে।