মুম্বইয়ের পালি হিলস-এ কঙ্গনার ৪৮ কোটির বাংলো! কেমন করে সাজানো অন্দরমহল? দেখুন
প্রতিটি দেওয়ালের রঙে বিশেষ টেক্সচার দেওয়া হয়েছে। বাংলোর প্রতিটি আসবাব বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো যা পৃথিবীর অন্য কোথাও দেখা যাবে না।
সব ছবি- টিম কঙ্গনা রানাউতের ইনস্টাগ্রাম।
রয়েছে বিভিন্ন ওয়ার্কপ্লেসের সেটআপ।
অভিনয় হোক বা স্পষ্ট কথা বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা, বরাবরই শিরোনামে থাকেন বলিউডের 'মণিকর্ণিকা' কঙ্গনা রানাউত। এবার সামনে এলো মুম্বইয়ের পালি হিল এলাকায় তাঁর বাংলোর ছবি! বিলাসবহুল এই বাংলোর অন্দরমহল আপনাকে চমকে দেবেই।
বাংলোর সিঁড়ির কোণা থেকে প্রতিটি আলো সাজানো হয়েছে যত্ন নিয়ে।
বাংলোর ভিতর আলাদাভাবে রয়েছে ধ্যান করার শান্ত জায়গা।
পালি হিলের এই বাংলো কেবল বসবাসের জন্য না। কঙ্গনার নতুন প্রযোজনা হাউসের ওয়ার্কস্টেশন এই বাংলো। কঙ্গনা নাম দিয়েছেন 'মণিকর্ণিকা ফিল্মস' । আসুন ঘুরে দেখা যাক বাংলোর অন্দরমহল।
ইউরোপীয়ান ধাঁচে সাজানো হয়েছে এই বাংলোকে। প্রতিটি ঘরের সজ্জাই করা হয়েছে বেশ মানানসই!
ওয়ার্কপ্লেসের মধ্য়েই রয়েছে প্রচুর গাছ, রয়েছে খোলা আকাশের নীচে ক্যাফে।
সূত্রের খবর, পালি হিল ৫-এ কঙ্গনার এই বাংলোর দাম নাকি ৪৮ কোটি!
ডিজাইনার শবনম গুপ্তার প্ল্যানে তৈরি এই বাংলো যেন স্বপ্নের মতো সুন্দর! বাংলোটি পরিবেশ বান্ধব ও প্লাস্টিক ফ্রি।