নয়াদিল্লি: অভিনেত্রী সিল্ক স্মিতার (Silk Smitha) জীবন দ্বারা অনুপ্রাণিত একতা কপূরের (Ekta Kapoor) প্রযোজনায় ২০১১ সালে তৈরি হয়েছিল আত্মজীবনীমূলক ড্রামা 'দ্য ডার্টি পিকচার' (The Dirty Picture)। মুখ্য চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। আজ সেই বিখ্যাত ছবির ১০ বছর পূর্তি। মিলন লুথরিয়া (Milan Luthria) পরিচালিত 'দ্য ডার্টি পিকচার' ছবিতে বিদ্যা বালানের অভিনয় তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ বলে দাবি করেন দর্শক ও সমালোচকরা।


এই ছবিতে বিদ্যার অভিনয় তাঁকে একাধিক পুরস্কারে সম্মানিত করেছে। ছবিতে একজন শক্তিশালী মহিলার চরিত্রে অভিনয় করেন, যে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে নিজের কাজের নিদর্শন রেখে যান। ছবিটি ২০১১ সালে সিল্ক স্মিতার জন্মদিন অর্থাৎ ২ ডিসেম্বরই মুক্তি পায়।


আজ সেই আইকনিক ছবি মুক্তির এক দশক পূর্ণ হল। এই বিশেষ ছবিটির কথা মনে করে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী। একটি বিশেষ ভিডিও করে ছবিটির প্রশংসা করেছেন বিদ্যা।


ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদ্যা বালান লেখেন, 'এমন একটা সময় যখন পুরুষেরাই সমাজ পরিচালনা করতেন, সেই সময়ে তিনি যেন ঝড়ের মতো ছিলেন যে কাউকে ভয় পায়না। অনুপ্রেরণাদায়ক এবং ক্ষমাপ্রার্থী নন (Inspiring and unapologetic), তাঁর উত্তরাধিকার উদযাপন, 'দ্য ডার্টি পিকচার' ছবির দশ বছর উদযাপন। ববি সিংহ, তোমাকে সবসময় মিস করব।'


 






'দ্য ডার্টি পিকচার' ছবিতে অন্যান্য মূল চরিত্রে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), ইমরান হাসমি (Emraan Hashmi) ও তুষার কপূরকে (Tusshar Kapoor)। শুধু ছবির স্ক্রিপ্ট বা অভিনেতাদের কাজই নয়, ছবির বিভিন্ন সংলাপও বেশ জনপ্রিয় হয়েছিল। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু তিনটি ভাষায় মুক্তি পায়। সমালোচক ও দর্শক সকলেরই প্রশংসা পেয়েছিল 'দ্য ডার্টি পিকচার'। ২০১১ সালের ব্লকবাস্টার ছবি ছিল এটি।


আরও পড়ুন: Kangana Ranaut: ‘দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা আমি’ সোশাল পোস্টে দাবি কঙ্গনা রানাউতের


উল্লেখ্য, বিদ্যা বালানকে শেষ দেখা গিয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিওর 'শেরনি' ছবিতে। সূত্রের খবর, এরপর তাঁকে সাগরিকা ঘোষের ওয়েব সিরিজ 'ইন্দিরা - ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার।'