নয়া দিল্লি: বুধবার অর্থ মন্ত্রকের (Finance Ministry) এক বিবৃতিতে জানিয়েছে, নভেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহ ২৫ শতাংশ বেড়ে ১.৩১ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছে। কর ব্যবস্থা বাস্তবায়নের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ কেন্দ্রের। অর্থ মন্ত্রকের বিবৃতিতে এও বলা হয়েছে, "২০২১-এর নভেম্বর মাসে সংগৃহীত মোট GST বাবদ রাজস্ব আদায় হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫২৬ কোটি টাকা। যার মধ্যে CGST হল ২৩ হাজার ৯৭৮ কোটি টাকা, SGST হল ৩১ হাজার ১২৭ কোটি টাকা, IGST হল ৬৬ হাজার ৮১৫ কোটি টাকা।" 


টানা পাঁচ মাস ধরে, GST সংগ্রহ হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের। অক্টোবর ২০২১ সালে, সংগৃহীত রাজস্ব ছিল ১ লক্ষ ৩০ হাজার ১২৭ কোটি টাকা। ২০২১ সালের এপ্রিলে সর্বোচ্চ ছিল ১ লক্ষ ৩৯ হাজার ৭০৮ কোটি টাকা।


আরও পড়ুন, করোনার জের, এখনও কোটি কোটি টাকার লোকসানে চলছে রেল







পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত মাসে কেন্দ্রীয় জিএসটি ২৩,৮৬১ কোটি টাকা, রাজ্য জিএসটি ৩০,৪২১ কোটি, সম্মিলিত জিএসটি ৬৭,৩৬১ কোটি আদায় হয়েছে। সেস বাবদ এসেছে ৮৪৮৪ কোটি টাকা। সব মিলিয়ে কর আদায় গত বছরের একই সময়ের চেয়ে ২৪% বেশি। আর করোনার আগের (২০১৯-২০) একই সময়ের চেয়ে তা ৩৬% বৃদ্ধি পেয়েছে। করোনার জট কাটিয়ে উঠে ধীরে ধীরে ছন্দে ফিরছে অর্থনীতি। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নভেম্বরেই রেকর্ড পরিমাণে জিএসটি আদায় হয়েছে।